দোকানে তালা ঝুলিয়ে টাকা দাবী নেতার,প্রতিবাদে কার্যালয়ে পোস্টার

0
104

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে শাস্তির দাবীতে পোস্টার পরল তৃণমূল কার্যালয়।এদিন শিলিগুড়ির দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিযুক্তদের শাস্তি দাবিতে পোস্টার দেখা গেলো।

অর্থনৈতিক দুর্নীতির প্রতিবাদে পোস্টার।নিজস্ব চিত্র

প্রসঙ্গত শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসর এক যুবনেতা ও এক ছাত্র নেতা সহ চারজনের বিরুদ্ধে প্রধান নগর থানায় লিখিল অভিযোগ দায়ের করেন জগন্নাথ যাদব নামে এক ব্যবসায়ী। অভিযোগ যে,তিনি রেগুলেটেড বাজারে প্রায় অনেক বছর ধরে তিনি একটি দোকান নিয়ে ব্যবসা করছেন। এরপর বেশ কয়েকদিন আগে বাজার কর্তৃপক্ষ আমার দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং এরপর আমি যখন বাজার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তালা মারার কারন জানতে চাইলাম তখন আমাকে বলা হয় ওই নেতাদের সঙ্গে দেখা করতে হবে।

নিজস্ব চিত্র

এরপর যখন দেখা করতে গেলে পাঁচ লক্ষ টাকা দাবি করেন। এরপর বুধবার প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায় করি।অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করছেন তারা।

আরও পড়ুনঃ ময়দানে মদন,চ্যালেঞ্জ মোদী থেকে শাহকে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here