শালবনিতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ

0
56

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ফের সিপিএমের দলে ভাঙ্গন, শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সালবনি দু’নম্বর বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এনআরসি ও সিএএ বিলের বিরুদ্ধে মিছিল ও জনসংযোগ যাত্রা করল তৃণমূল।

প্রতিবাদ মিছিল। নিজস্ব চিত্র

এদিন গোটা বিষ্ণুপুর অঞ্চলে মিছিল করে পথসভার মাধ্যমে মিছিল শেষ হয়। আর এই পথসভায় সিপিএমের দলে ভাঙনের চিত্র উঠে আসে।

নিজস্ব চিত্র

একদা ওই অঞ্চলের সিপিআইএমের লড়াকু নেতা হিসেবে পরিচিত সঞ্জীব রক্ষিত ওরফে বাপি এদিন সিপিএমের পতাকা ছেঁড়ে তৃণমূলের পতাকা হাতে ধরলেন, তারই সাথে কুড়ি জন সিপিআইএম কর্মী তৃণমূলের পতাকা ধরেন।

দলবদল। নিজস্ব চিত্র

এদিন সালবনি ব্লক সভাপতি তথা জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ নেপাল সিং-এর হাত দিয়ে পতাকা হাতে তুলে দেন।

নিজস্ব চিত্র

এছাড়াও এই দিন এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো, শালবনি ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি অজয় সিং সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here