ব্যর্থ হলেও জোটের পক্ষেই বাম-কং নেতৃত্ব

0
74

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এক কালের কংগ্রেসের গড় হিসাবে পরিচিত রেলশহর খড়্গপুরে গত ২০১৬ সালের নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী। এবার উপনির্বাচনে কিন্তু একেবারে তৃতীয় স্থানে নেমে গেলেন এই জোট প্রার্থী এবং সেটাও বেশ বড় ব্যবধানে। যা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে জোট করেও কি বাম এবং কংগ্রেসের রক্তক্ষরণ বন্ধ করা গেল?

Left-Cong leadership is in favor of the alliance
ছবিঃ প্রতীকী

খড়্গপুরের কংগ্রেস নেতাদের একাংশের বক্তব্য, তাদের অধিকাংশ ভোট তাদের প্রার্থী পেলেও বামেদের ভোট সেভাবে পড়েনি। তবে তাদের এও বক্তব্য, কংগ্রেসের ভোটও সেভাবে সব পায়নি প্রার্থী। যা ভাগাভাগি হয়ে চলে গেছে তৃণমূলও বিজেপির দিকে।

Left-Cong leadership is in favor of the alliance
নিজস্ব চিত্র

উল্লেখ্য, উপ-নির্বাচনে জোট হওয়ার পরেই রাজ্যের অধিকাংশ বাম ও কংগ্রেস নেতারা আশাবাদী ছিলেন তারা ভালো ফল করবেন এবং আগামীদিনে পুর নির্বাচনেও তারা জোট করবেন। তবে এদিনের ফলাফলের পর সেই পুর নির্বাচনে জোট করেও কতটা লাভ হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ভোটের যা হার, তাতে জোট না করলে যে তাদের ভোট ব্যাঙ্ক তলানীতে চলে যাবে, সেটাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা। রাজনৈতিক মহলের মতে নিজেদের অস্তিত্ব বাঁচাতে আগামী দিনে জোট না করলে সমস্যা দু পক্ষের। তাই উপনির্বাচনে জোট সফল না হলেও জোটের পক্ষেই সায় দেবেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব, এমনই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here