নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পরিবর্তন চেয়েই লাল ঝান্ডার মিছিল ভালুক বাসায়।এদিন ব্রিগেডের বার্তা নিয়ে লাল ঝান্ডার মিছিল তাও মাওবাদীদের আঁতুড় ঘর পশ্চিম মেদিনীপুরের ভালুক বাসায়।মুখ্য স্লোগানকে সামনে রেখেই এগিয়ে চলেছে পদযাত্রা।’বিজেপি হঠাও,দেশ বাঁচাও’ এবং ‘তৃণমূল হঠাও রাজ্য বাঁচাও’। দীর্ঘ ১০ বছর পর আবার লাল ঝান্ডা নিয়ে পথে নামল সাধারন মানুষ।কিষানজীর নেতৃত্বে মাওবাদীদের আঁতুড় ঘর গড়ে উঠেছিল ভালুক বাসা জঙ্গলকে কেন্দ্র করে।এক রাতে মাকলি মৌজায় তিন জনকে খুন করা হয়।পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় ব্লকের এমন সন্ত্রাসে মানুষ এলাকা ছাড়ে নয়তো সবকিছু মেনে নিয়ে চুপচাপ থাকে।এই সময়ের মধ্যে মানুষের সামাজিক ও অর্থনৈতিক ভীত দূর্বল হয়েছে। রুটি রুজির অনিশ্চয়তা,১০০ দিনের কাজে লুঠ ও কাজ না পাওয়া,ফসলের দাম না পাওয়া, এমন পরিস্থিতির পরিবর্তন চেয়েই লাল ঝান্ডার মিছিলে সামিল হলেন।
আরও পড়ুনঃ মেদিনীপুরে ভেনেজুয়েলা দিবস পালন করলো এস ইউ সি আই
এদিন ১৯ কিমি পথ ধরে এই পদযাত্রা শুরু হয়েছে।ভোটের আগে জঙ্গল মহলে সংগঠন মজবুত করতে এহেন পদক্ষেপ কতটা এগিয়ে রাখবে বামেদের সেটিই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584