নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ১২ দফা দাবিতে আগামী ৮ ও ৯ জানুয়ারি ২০১৯ সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট।সেই বন্ধের সমর্থনে আজ বামফ্রন্টের রেলি হয়।
লাগাতার মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ জেরবার। খাদ্যদ্রব্যের বাজারে চলছে মুনাফাখোর, মজুতদার,ফটকাবাজ দের অবাক দৌরাত্ব। অন্যদিকে দেশে কোটি কোটি বেকার, যাদের কাছে বেঁচে থাকার জন্য ন্যূনতম রোজগার নেই। ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে চা শ্রমিক সহ দেশের ৭০ শতাংশ মানুষ।আন্দোলনের চাপে কিছুটা নমনীয় হলেও সরকার ও মালিকপক্ষ চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে বাহানা চালিয়েই যাচ্ছে। কাজের কোন নিশ্চয়তা নেই।মালিকরা মর্জি মত কলকারখানা,চা বাগান বন্ধ করে দিচ্ছে।
সি পি আই এম নেতা অসীম সরকার জানান,” অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি ,পেট্রোল, ডিজেল,রান্না গ্যাসের দামের বৃদ্ধি,চা বাগানের নূন্যতম মজুরি,অসংগঠিত শ্রমিক দের ১৮ হাজার মাইনে,১০০ দিনের কাজ কে ২০০ দিন করতে হবে এই সমস্ত দাবী নিয়ে ৮ ও ৯ সাধারণ ধর্মঘট সারা দেশ জুড়ে ।”
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া শ্রীমতীকে স্রোতস্বিনী করতে উদ্যোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584