চা বাগানের পর লোকালয়ে চিতার হামলা

0
108

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

leopard attack in the locality
আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নিজস্ব চিত্র

চা বলয় এর পর এবার লোকালয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় চিতা বাঘ এর হানা আতঙ্কে এলাকাবাসী।বিগত একমাস যাবৎ ধরে মাদারিহাট বীরপাড়া ব্লকে গ‍্যারগাণ্ডা, তুলসিপাড়া,ধুমচিপাড়া তে চিতা বাঘের হানার খবর উঠে আসছে।এবার চিতাবাঘের আনাগোনা শুরু মাদারিহাট লোকালয়ে,ঘন জনবসতিপূর্ণ এলাকা মধ‍্য মাদারিহাটে।

leopard attack in the locality 4
গৃহকর্তা মানিক দাস। নিজস্ব চিত্র

শনিবার সাড়ে ৬টা নাগাদ এলাকার বাসিন্দা মানিক দাসের গোয়াল ঘরে হানা দিয়ে চিতা বাঘ একটি বাছুর কে টেনে নিয়ে যায় বাছুরের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে মানিক দাসের পরিবারের লোকরা লক্ষ‍্য করে লেপার্ড তাদের বাছুর কে টেনে নিয়ে যাচ্ছে চিৎকার করার পর বাছুর টিকে ছেড়ে দেয় চিতাটি এবং মানিক দাসের বাড়ির পিছনে বসে থাকে।

leopard attack in the locality 3
চিতার হামলায় আক্রান্ত বাছুর। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাত্রি জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা হলো না

leopard attack in the locality 2
বনদপ্তরের গাড়ি। নিজস্ব চিত্র

খবর দেওয়া হয় বনদপ্তরে কিন্ত বনদপ্তর বনকর্মীরা আসার আগেই চিতা বাঘটি চলে যায় এলাকা থেকে।এই ঘটনায় আতঙ্কে এলাকার বাসিন্দারা।তাদের আশঙ্কা, তাহলে কি চিতা এখন চা বলয় থেকে ঘনবসতিপূর্ণ এলাকায় চলে এসেছে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here