নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
শ্রমিক স্পেশাল ট্রেনে কম শ্রমিক আসায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। বুধবার সকালে কেরল থেকে যে স্পেশাল ট্রেনটি এসেছে, তাতে এই বিষয়টি সামনে এসেছে। ট্রেনে আসার কথা ছিল ৭০ জনের, এলেন ২৩ জন। বুধবার ভোর তিনটে নাগাদ কেরল থেকে রায়গঞ্জ স্টেশনে শ্রমিক স্পেশাল ট্রেন আসার কথা ছিল।
সময়মত স্টেশনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্তা, রায়গঞ্জ থানার পুলিশ কর্মী-আধিকারিকরা। জেলা স্বাস্থ্য দফতরের কর্তারাও ছিলেন। তবে সেই ট্রেন এসে পৌঁছল এদিন সকাল সাড়ে ছটা নাগাদ। এত কম শ্রমিক কেন আসছেন, তা নিয়ে প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ সরকারি অফিসে কাজে যোগদানের নয়া নির্দেশিকা জারি নবান্নের
প্রশাসনের এক আধিকারিক বলেন, “শ্রমিক স্পেশাল ট্রেনে এদিন ২৩ জন এসেছেন। তাঁদের মধ্যে ছয় জন করণদিঘি ব্লকের। বাকিরা রায়গঞ্জ ব্লকের।” রায়গঞ্জ রেল স্টেশনে মূল ফটকের সামনে ভিনরাজ্য ফেরত শ্রমিকদের স্ক্রিনিং করা হয়। তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের নিদির্ষ্ট এলাকায় বাসে করে পাঠিয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584