আসুন রাজনীতি করি

    0
    62

    বিশেষ প্রতিবেদন:-

    গ্রীক শব্দ “Politika” থেকে “Politics”বা রাজনীতি শব্দটির উৎপত্তি।যার অর্থ নগর বিষয়ক নীতিমালা।আর সেই নীতিমালার দ্বারাই মানব গোষ্ঠী পরিচালনা করে রাষ্ট্র বা রাজ্য।অর্থাৎ রাজনীতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোন গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ করে এবং সমাজের মানুষের মাঝে আন্ত সম্পর্ক সৃষ্টি করে ও ক্ষমতার ভারসাম্য রক্ষা করে।

    অর্থাৎ রাজনীতি মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনীতি ছাড়া একটা মুহুর্তও কল্পনা করা যায় না।অথচ, এই রাজনীতিকে নিয়েই আমাদের সমাজে রয়েছে নানা নেতিবাচক গুঞ্জন। অনেকেরই মতে, রাজনীতি একটি নোংরা জিনিস । এটি খারাপ মানুষেরা করে থাকেন। কোনো ভালো মানুষ নয়, এখানে অপকর্ম ছাড়া আর কিছুই হয় না, ইত্যাদি ইত্যাদি। তবে এটি একেবারেই ভুল ধারণা।

    প্রকৃতপক্ষে, রাজনীতি একটি ভালো জিনিস হতে পারে যখন আমরা মানুষকে টেবিলে বসতে, একসঙ্গে কাজ করতে, আপস করতে এবং ভালো কাজের জন্য উৎসাহ দিতে পারি। রাজনীতি কোনো পণ্য নয়, তবে একটি প্রক্রিয়া। এটি সরকার শিল্প। অন্যান্য মূল্যবোধের মতো এটির জাল নোটও রয়েছে। বর্তমানে সত্যের তাৎপর্যকে কবর দেয়া হচ্ছে এবং নির্দোষ ও আন্তরিক সেবা পরিবর্তনের বদলে চটকদার এবং চূড়ান্ত স্বার্থপরতার অর্থ প্রকাশ করার জন্য রাজনীতির আসল উদ্দেশ্য মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে।

    রাজনীতি মানুষের প্রকৃতির একটি প্রয়োজনীয় দিক যা প্রমাণ করে যে আমরা বিরোধিতা করছি। রাজনীতি প্রত্যাশিত আচার-আচরণের জন্য নিয়ম ও মান নির্ধারণের মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের মধ্যে শান্তি ও জোট প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় উৎস থাকা সত্ত্বেও, রাজনীতি সমস্ত সামাজিক-অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, জাতি এবং জাতিগত উৎস থেকে নাগরিকদের দৈনিক জীবনকে প্রভাবিত করে।

    রাজনীতি সমাজের বিভিন্ন দিক, অর্থনৈতিক সুযোগ এবং শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদসহ প্রভাব বিস্তার করে। রাজনীতি এবং শাসন আমাদের জীবনের প্রতিটি দিকের মধ্যে ছড়িয়ে আছে। কাজেই, রাজনীতি সম্পর্কে যত্ন নেয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে জানতে হবে আপনার চারপাশে কী ঘটছে। এছাড়াও, আপনার চারপাশে যা ঘটছে তাতে মতামত প্রকাশ করা জরুরি।

    সুতরাং, রাজনীতি সম্পর্কে আমাদের জানা উচিত কারণ রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জটিল। একটা ভালো রাজনীতি ভালো নেতা তৈরি করে। আর ভালো নেতা সমাজের জন্য কাজ করেন। একটা ভালো  রাজনীতির ফলে দুর্নীতি রোধ করা, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিচারবিভাগকে শক্তিশালী করে তোলা, সাধারণ মানুষের সাথে নেতার সম্পর্ক উন্নয়ন করা এগুলো একমাত্র ভালো রাজনীতির বিদ্যা চর্চা দ্বারাই সম্ভব।

    একটা ভালো রাজনীতির ফলে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উঁচু হয়, একটি দেশে ভালো সরকার গঠনে সাহায্য করে। ভালো রাজনীতি চর্চা করলে প্রশাসনিক কাজ তরান্বিত হয়। এটি ভালো সমাজ গঠনে সুদূরপ্রসারী ভূমিকা পালন করে। তবে, এক্ষেত্রে তরুণদেরকে সবার আগে এগিয়ে আসা উচিত । কারণ, একমাত্র তরুণদের হাত ধরেই দেশে এক সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। আমি বলবো, ছেলে-মেয়ে, পুরুষ-নারী সবারই উচিত রাজনীতির বিষয়ে চর্চা করা, রাজনীতির সঠিক অর্থ বিকাশ করা। তবেই আজকে আমাদের দেশ এ রাজনীতি নিয়ে যে অরাজকতা, নাশকতা বিস্তার হচ্ছে, তা এক সময় বিলুপ্ত হয়ে যাবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়া একান্ত প্রয়োজন।

    তাই বলি আসুন আমরা রাজনীতি চর্চা করি , দেশকে এগিয়ে নিয়ে যাই।

    নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
    WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
    আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here