নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পাঁচ লক্ষ টাকা ‘দাদাগিরি ট্যাক্স’ দাবি করা হয়েছে মালদহ জেলার তৃণমূলের আলিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বিবির কাছে। সেই টাকা না পেলে তাঁকে এবং তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, প্রধানের বাড়িতে এসে এই হুমকি দেয় স্থানীয় কালিকাপুরের বাসিন্দা শাহাজাহান বিশ্বাস। এই বিষয়ে কালিয়াচক থানায় শাহাজাহান বিশ্বাসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তৃণমূল প্রধান রুমি বিবির অভিযোগ, ‘উন্নয়নমূলক কাজকর্ম করে চলেছে তৃণমূল পরিচালিত আলীনগর গ্রাম পঞ্চায়েত। কিন্তু তাতে প্রতিনিয়ত বাঁধা আসছে। স্থানীয় সমাজবিরোধী হিসাবে পরিচিত শাহাজাহান বিশ্বাস তাদের বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিজেপির মজদুর সংঘের স্মারকলিপি
তাকে দাদাগিরি ট্যাক্স হিসাবে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। না হলে পঞ্চায়েতের কোন কাজকর্ম করতে দেওয়া হবে না। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে তাঁর পরিবারকেও।’ অন্যদিকে এই বিষয়ে প্রধানের বাড়ির প্রতিবেশীরা তথা কালিয়াচক থানার নবীনগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584