শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ৭ নং কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েতের বারোঘরিয়া গ্ৰামে দীর্ঘ ১০ বছর ধরে স্বনির্ভর দলের ১০ জন মহিলা পাটের ধকোড়া ও পাটের মাদুর বানিয়ে সংসার চালাচ্ছেন।

এই স্বনির্ভর মহিলারা বাজার থেকে ৫০০০ টাকা দরে এক কুইন্ট্যাল পাট কিনে ধকোড়া ও মাদুর বানিয়ে বিক্রি করে থাকেন।
মাদুর ও ধকোড়া বিক্রির জন্য সরাই হাট ও উওর দিনাজপুরের ধঙ্কল হাটে ২৫০-৩০০ টাকার মধ্যে মাদুর ও ধকোড়া বিক্রি করতে হয়। ফলে মাদুর ও ধকোড়া প্রতি লাভ কম থাকায় অতি কষ্টে দিন কাটাতে হচ্ছে পাট ব্যবসায়ীদের।

আরও পড়ুনঃ দুধ উৎপাদনে স্বনির্ভরতাকরন বিষয়ক কর্মশালা মালদহে
ব্যবসায়ীরা জানিয়েছেন সরকারি সাহায্য পেলে তারা উপকৃত হবেন। এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস জানান, সংবাদমাধ্যমের কাছে দশ জন মহিলার স্বনির্ভর জীবিকার কথা শুনে তাদের সাথে দেখা করতে এসেছেন তিনি। কুশমন্ডি ব্লক ও কুশমন্ডি পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সাহায্যদ করারও আশ্বাস দিয়েছেন।
এই বিষয়ে এক হস্তশিল্পী জানান, ‘আমদের সংসার চালাতে খুব কষ্ট হয়। প্রতিদিন ফ্রি সময়ে এই ধোকড়া ও মাদুর বানানো হয়ে থাকে। সরকারি সাহায্যা পেলে উপকৃত হবো।’ এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা সত্য নাথ জানান প্রায় দশ বছর ধরে স্বনির্ভর দলের মহিলারা পাটের ধোকড়া ও মাদুর বানাচ্ছেন। সরকারি সাহায্য পেলে কাজ করতে সুবিধা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584