আলোক সজ্জায় নিরাপত্তা বেষ্টনিতে বিসর্জন পর্ব মালদহে

0
59

হরষিত সিংহ,মালদহঃপুজো শেষ,এবার বিসর্জনের পালা।

ছবিঃঅভিষেক দাস

শুক্রবার গভীর রাত পর্যন্ত মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে চলল প্রতিমা নিরঞ্জনের পালা।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,অন্যান্য জেলার পাশাপাশি মালদহ জেলাতেও, মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটের গোটা এলাকা আলো ঝলমলে করে সাজিয়ে তুলেছে ইংরেজবাজার পৌরসভা।দুর্ঘটনা এড়াতে বহু পৌরকর্মীরা এই বিসর্জনের কাজে হাত লাগায়। ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে ভাসানের ঘাট পরিষ্কার করা এবং বিসর্জন করতে যাওয়ার সময় সেই সমস্ত ক্লাব বা বাড়ির সদস্যদের জলে না নামিয়ে পৌরসভার কর্মীরায় প্রতিমা নিরঞ্জন ও কাঠামো পরিষ্কারের কাজ শুরু করে।শুক্রবার গভীর রাত পর্যন্ত শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫-৩০ টি দুর্গা প্রতিমা মহানন্দা নদীতে নিরঞ্জন করা হয়। বিসর্জনের ঘাট বাঁধানো এবং গোটা এলাকা আলোকময় করেছে ইংরেজবাজার পৌরসভা। ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনীও বিসর্জনের করা নজরদারি চালায়। বিসর্জন করতে গিয়ে কেউ যাতে জলে তলিয়ে না যায় সেদিকেও কড়া নজরদারি রেখেছে পুলিশ ও পৌর কর্মীরা। ঘাটের ওপর থেকে জল পর্যন্ত আলোক বাতি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে।বিসর্জনের ঘাটে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছে পৌর কর্মীরা।

নিজস্ব চিত্র

ঘাটে নজরদারি রেখেছেন,ইংরেজবাজার পৌরসভার পৌরপতি নিহার রঞ্জন ঘোষ ও উপ পৌরপতি দুলাল সরকার। ইংরেজবাজার থানার আইসি পুর্নেন্দু কুন্ডু সহ অন্যান্য কর্মীরা।

জানা গিয়েছে, বিগ বাজেটের ক্লাবের প্রতিমা গুলি নিরঞ্জন করা হবে রবিবার। পৌরসভার এই তৎপরতা এবং ঘাটের পরিবেশ দেখে খুশি সাধারণ মানুষ ও বিসর্জনে আগত ক্লাব ও পূজা কমিটির সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌরসভার উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও ক্লাব সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here