অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অদ্ভুত নিয়ম সম্মান জানাতে গিয়েও যে নিয়মের রোষানলে লিওনেল মেসি। বার্সেলোনা বনাম ওসাসুনা ম্যাচে তার গুরু ফুটবল রাজপুত্রকে সম্মান জানাতে বার্সেলোনার জার্সি খুলে নিউ ওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সিতে শুন্যে হাত ছুঁড়ে দেন। ফলে বিপাকে পড়লেন আর্জেন্টিনা ফুটবলের যুবরাজ। জার্সি খোলার জন্য ৬০০ ইউরো জরিমানা করা হয়েছে মেসিকে। যা দেখে হতবাক ফুটবল বিশ্ব।
বার্সেলোনা ওসাসুনা ম্যাচে গোল করে বার্সেলোনার জার্সি খুলে ফেলেন লিও। ওল্ডবয়েজের জার্সিতে মেসির ট্রিবিউট নিজের আইকনকে।
ফিফার নিয়মে ওই ম্যাচেই রেফারি হলুদ কার্ড দেখান মেসিকে। যদিও রেফারি নিজেই জানিয়েছেন সেই হলুদ কার্ড দেখানর জন্য ক্ষমাপ্রার্থী তার হাতকাঁপে তিনি কেবল নিয়ম পালন করেন। মেসিকে ৬০০ ইউরো জরিমানা করল স্পেনের ফুটবল ফেডারেশন।
আরও পড়ুনঃ ওড়িশাকে হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেইঃ হাবাস
এই শাস্তি নিয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। তাঁদের মতে মেসিকে হলুদ কার্ড দেখালে ভালো হত। এরজন্য শাস্তি কেন! খেলার আবেগ বলে একটা ব্যাপার থাকে। যদিও মেসি এই নিয়ে কোনো কথা বলেননি বার্সা ম্যানেজমেন্ট থেকে জানানো হয় জরিমানার থেকে মেসির কাছে মারাদোনা অনেক আগে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584