নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মালদহে করোনা পজিটিভ রোগীর খোঁজ মেলায় আতংক ছড়ায় এলাকায়।জানা গিয়েছে, মেডিকেল কর্তৃপক্ষের তরফে কয়েকদিন আগে হাসপাতাল থেকে আইসোলেশন ওয়ার্ড সরিয়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতালে ঢোকার প্রধান দুটি ফটোকের সামনে স্বাস্থ্য কর্মীরা থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু করেছে।
যদিও মাস্ক, টুপি সহ পিপিই পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে রোগী ও তাঁদের পরিবারের লোকেদের থার্মাল স্ক্রিনিং করার পরই তাঁদের হাসপাতালে প্রবেশের ছাড়পত্র দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এদিন রায়গঞ্জ মেডিকেলে কয়েকজনের শরীরে সাধারণ জ্বর ধরা পড়ে। সাথে সাথে তাঁদের ফিভার ক্লিনিকে চিকিৎসা করিয়ে হাসপাতালে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়।
আরও পড়ুনঃ পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকার দুঃস্থদের ত্রাণ বিলি বিধায়কের
পাশাপাশি, রায়গঞ্জ পুর এলাকাতে কেউ বাইরে থেকে এলে, স্থানীয় কাউন্সিলররা তাঁকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন। শুধু তাই নয়, তাঁদের বাড়িতে বাড়িতে পোষ্টারও লাগিয়ে দেওয়া হচ্ছে।
যদিও প্রশাসন থেকে অযথা গুজব ছড়াতে নিষেধ করা হয়েছে। এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মঙ্গলবার থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট বিধি নিষেধ কার্যকর করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584