নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পেটের তাগিদে রাজ্যের বাইরে কাজ করতে গিয়েছিল রায়গঞ্জের ১৪ জন শ্রমিক। কিন্তু দেশে মহামারি করোনা কামড় বসানোর ফলেই, দেশবাসীকে বাঁচাতে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর যার জেরে ভিন দেশ ও ভিন রাজ্যে আটকে পড়ে অনেকেই। তবে রাজ্য প্রশাসনের সহযোগীতায় অনেককেই নিজ গন্তব্যে ফেরানো হয়। আর একই ভাবে জেলা পুলিশের সহায়তায় রবিবার রায়গঞ্জ মহকুমার বিভিন্ন এলাকার শ্রমিকদের নেপাল থেকে আনা হয়।
পুলিশ সূত্রে খবর শনিবার রাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাসে চাপিয়ে, তাদের নিজেদের গন্তব্যে ফেরানো হয়। জানা গেছে তাদের বাড়ি করনদিঘি এবং হেমতাবাদ ব্লক এলাকায়। এর পাশাপাশি নেপাল থেকে আসার পর প্রথমে তাদের শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি এলাকার এক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ৷ তারপর সেখানে তাদের করোনার সমস্ত ধরনের পরীক্ষা করা হয় বলে দাবি জেলা পুলিশের।
আরও পড়ুনঃ কোচবিহারে স্বস্তির খবর, আরও ন’জনের পরীক্ষার রিপোর্টে মিলল না করোনা
তবে আপাতত তাঁদের নিজেদের বাড়িতেই থাকার পরামর্শ দিয়ে বিভিন্ন এলাকায় পাঠায় পুলিশ। যদিও এ বিষয়ে শ্রমিকরা জানান, “তারা রায়গঞ্জ থেকে নেপালে কাজ করতে গিয়েছিলেন। সেখানে লকডাউনে আটকে পড়ে খুব সমস্যায় পড়েছিলেন । তবে এখন বাড়ি ফিরতে পেরে তারা খুশি”। এর পাশাপাশি লকডাউনের মধ্যেও শ্রমিকরা সুস্থ ভাবে বাড়ি ফেরায় খুশি পরিবারের আত্মীয়রা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584