পিয়ালী দাস, বীরভূমঃ
জোর করে টাকা আদায় ও নিরীহ চায়ের দোকানের মালিককে মারধরের অভিযোগে গ্রেফতার হল মোহাম্মদ বাজার বিজেপির মণ্ডল কমিটির সভাপতি সন্তোষ ভান্ডারী। অভিযোগ শনিবার রাতে মোহাম্মদ বাজার থানার গৌরবাজার গ্রামে রোহিতোষ সাহা এক ব্যক্তি নিজের চায়ের দোকানে চা বিক্রি করতে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই মোটরবাইকে চেপে এলাকার বিজেপি নেতা সন্তোষ ভান্ডারী তার দলবল নিয়ে আসে তারপর সেখানে তারা চা খায়, চা খাওয়ার পর বিল দিতে অস্বীকার করায় দোকানের মালিকের সাথে বচসায় জড়িয়ে পড়ে এলাকার বিজেপির মন্ডল সভাপতি সন্তোষ ভান্ডারী। বচসা থেকে শুরু হয় হাতাহাতি ব্যাপক মারধর করা হয় চায়ের দোকানের মালিক রোহিতোষ সাহাকে। সেই সময় সেখান দিয়ে মোহাম্মদ বাজার থানার টহলদারি ভ্যান বেরিয়ে যাচ্ছিল গণ্ডগোলের বিষয়টি নজরে আসতেই পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত বিজেপি নেতা সন্তোষ ভান্ডারী সহ আরও চারজনকে গ্রেফতার করে। রবিবার তাদের বিশেষ আদালতে তোলা হলে বিচারক চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও দলের নেতার গুন্ডাগিরির বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল।
অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিংহ। তিনি বলেন একটি রাজনৈতিক দলের উচ্চ নেতৃত্ব যেমন দলীয় কর্মীদের বার্তা দেবেন নিচুতলার কর্মীরা ঠিক তেমনি আচরন করবে বিজেপির কেন্দ্র ও রাজ্যের বড় বড় নেতারা সব সময় বলছে গুলি করে মানুষ খুন করতে তাই তাদের একনিষ্ঠ কর্মীরা তাদের উচ্চ নেতৃত্বের নির্দেশ পালন করে দেশজুড়ে সাধারণ নিরীহ মানুষদের ওপর হামলা চালাচ্ছে, মোহাম্মদ বাজারের ঘটনা তারই প্রমাণ। বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ আসায় পুলিশ গ্রেফতার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584