মনিরুল হক, কোচবিহারঃ
লকডাউনের প্রভাব পড়েছে প্রতিমা শিল্পীদের মধ্যেও। আসন্ন দুর্গাপূজায় কোনো বায়না মিলছে না। যারা এক সময় বায়না দিয়েছিলেন তাঁরাও এক এক করে বাতিল করে দিচ্ছেন। ফলে ব্যাপক অর্থনৈতিক সংকটে ভুগছেন রাজ্যের অন্যান্য প্রতিমা শিল্পীদের মত কোচবিহারের প্রতিমা শিল্পীরাও। আর তাঁদের সেই অবস্থার কথা জানতে পেরে এগিয়ে এসেছে কোচবিহার শহরের ঘোষপাড়া ইয়ুথ ক্লাব।
শনিবার ক্লাবের পক্ষ থেকে পাল পাড়ার প্রতিমা শিল্পী জয়দেব পালকে তাঁদের দুর্গা প্রতিমার বায়না হিসেবে ১০ হাজার ১ টাকার একটি চেক তুলে দিয়ে এসেছেন ক্লাবের সদস্যরা। এদিন ক্লাবের সম্পাদক সমীর ঘোষ বলেন,“প্রতিমা শিল্পীদের দুরাবস্থার কথা জানতে পারার পর আমরা সিধান্ত নিই, আমাদের প্রত্যেক বছর যে শিল্পী প্রতিমা তৈরি করেন তাঁকে ক্লাবের দুর্গা পূজার প্রতিমা বায়না দিয়ে কিছু আগাম দিয়ে আসব। এতে কিছু হলেও তাঁদের সমস্যা মিটবে।’
আরও পড়ুনঃ ইদ উপলক্ষে অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী দান কাউন্সিলারের
সেইসঙ্গে ক্লাবের সদস্যরা জানান, ‘শহর ও লাগোয়া এলাকার যে সকল ক্লাব বা পূজা উদ্যোক্তা আছেন তাঁদেরও আবেদন জানাবো যাতে নিজের নিজের প্রতিমা শিল্পীদের গিয়ে বায়না দিয়ে আসেন। এতে হয়ত প্রতিমা শিল্পীদের কষ্ট কিছুটা লাঘব হবে।”
কোচবিহার পাল পাড়ার প্রতিমা শিল্পী জয়দেব পাল বলেন, “অন্যান্য বার এই সময় বেশীর ভাগ বায়না এসে যায়। কাজ শুরু যায় পুরোদমে। কিন্তু এবার লকডাউনের জন্য পরিস্থিতি একদম বিপরীত। কোন বায়না নেই। লকডাউনের আগে যে দুই একটা পড়েছিল, সেটাও বাতিল করে দিয়েছে। এই অবস্থায় আমরা পেশা পরিবর্তনের কথা ভাবছি। আজ তবু ঘোষ পাড়া ইয়ুথ ক্লাব এগিয়ে এসেছে। দেখা যাক এবার কি হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584