মনিরুল হক, কোচবিহারঃ
সাবেক ছিটমহলের রাস্তা তৈরি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পূর্ত বিভাগের কোচবিহার জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রের দফতরে সামনে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। আজ শীতলখুঁচি ব্লকের ফলনাপুর ও জোংরা নামে দুই সাবেক ছিটমহলের বাসিন্দারা কোচবিহারে এসে পূর্ত দফতরের সামনে ওই বিক্ষোভ দেখান। পরে পূর্ত দফতরের একজিকিউটিভ ইঞ্জিনিয়রকে একটি স্মারকলিপি দেওয়া হয়।
ওই দুই সাবেক ছিটমহলের বাসিন্দাদের অভিযোগ, ছিটমহল বিনিময়ের পরে কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে। সেই টাকায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে সাবেক ছিটমহল ফলনাপুর থেকে জোংরা পর্যন্ত ২.২ কিমি রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়।
আরও পড়ুনঃ রিং বাঁধ ভেঙে প্লাবিত গাজোল ব্লকের একাধিক এলাকা
ইতিমধ্যেই ওই রাস্তা নির্মাণের জন্য বালি ও বজরি পড়তে শুরু করেছে। কাজও শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যেই সেখানকার বাসিন্দারা জানতে পারেন ওই রাস্তা কিছুটা ঘুরিয়ে মাত্র ১.৬ কিমি রাস্তা নির্মাণ করেই কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে। এর জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত খলিসামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্বের কয়েকজন ঠিকাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই অনিয়ম করেছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুনঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে তৃণমূলের মিছিল
বর্তমান বিজেপি নেতা তথা ছিটমহল আন্দোলনের নেতা হিসেবে পরিচিত দীপ্তিমান সেনগুপ্ত এদিন ওই আন্দোলনে যোগ দিয়ে বলেন, “ ওই রাস্তার কাজে দুর্নীতির সাথে তৃণমূল জড়িত না বিজেপি জড়িত, তা আমাদের দেখার দরকার নেই। যেভাবে রাস্তা নির্মাণের পরিকল্পনা হয়েছে। সেই ২.২ কিমি রাস্তাই করতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।” ওই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের শীতলখুঁচির বিধায়ক হিতেন বর্মণকে ফোন করা হলে তিনি মিছিলে ব্যস্ত রয়েছেন বলে এড়িয়ে যান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584