সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কল্যাণপুর নস্কর পাড়ায় দীর্ঘ ১২ বছর ধরে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই জল জমে থাকে। ফলে এদিনও জল জমে থাকায় স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল।
যদিও পঞ্চায়েত সদস্যা বিষ্ণুপ্রিয়া নস্কর জল জমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এই এলাকার বাসিন্দাদের দাবি যুক্তিসংগত। আমি এই এলাকার বাসিন্দাদেরকে সমর্থন জানাচ্ছি। সমগ্র বিষয়টি পঞ্চায়েত প্রধান থেকে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানাব।”
কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নস্কর পাড়ায় দীর্ঘ ১২ বছর ধরে জল জমে রয়েছে এই এলাকায়। এই এলাকায় জল নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষার সময় এক হাঁটু জল জমে যায়। সেই জল পেরিয়ে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত করতে হয়।
আরও পড়ুনঃ অমানবিকতার নিদর্শন, অসুস্থ বৃদ্ধকে বাড়ির সামনে ফেলে চম্পট দিল অ্যাম্বুলেন্স
এলাকার মহিলারা ওই জল পেরিয়ে বাজার হাট থেকে আরম্ভ করে পানীয় জল আনতে যান। এ বিষয়ে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করা হলে তারা সমগ্র বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584