রণপা পদ্ধতিতে ফিরে যেতে হবে! পেট্রোলের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া আমজনতার

0
96

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

বিগত পাঁচ-ছয় দিনে ডিজেল এবং পেট্রোলের দাম ক্রমবর্ধমান । সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে । ধারাবাহিক ভাবে ছয় দফায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম। গতকাল কলকাতায় পেট্রোলের দাম ৯০ ছাড়িয়ে গেছে যা এখনও পর্যন্ত রেকর্ড পেট্রোল ডিজলের ক্ষেত্রে ৷

petrol pump | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, গতকাল পর্যন্ত কলকাতার পেট্রোল ডিজেলের দাম ছয় দফায় বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার ।একদিকে কৃষকদের মারার জন্য কালা কৃষি আইন অপরদিকে সাধারণ মানুষের ওপর নেমে এসেছে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির খাড়া । আর এই দুইয়ে মিলে ভারতবর্ষ এখন ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকারের নিপীড়নের যাঁতাকলের নীচে ।

petrol price | newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রাস্তায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে বালুরঘাটের সাধারণ মানুষ জানিয়েছেন, প্রতিনিয়ত পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য সাধারণমানুষ একদিকে যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি দ্রব্যমূল্যও বৃদ্ধি পাচ্ছে ।

আরও পড়ুনঃ কেশিয়াড়ীতে মশাল মিছিল অল ইন্ডিয়া কেকেএমএস’র

অনেকে আবার মন্তব্য করেছেন এই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য তাদের হয়তো এবার যানবাহন ছেড়ে রণপায় ফিরে যেতে হবে , যাতে তারা রণপা লাগিয়ে কম সময়ে অনেকটা পথ পাড়ি দিতে পারেন । কারণ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির সাথে সাথে সাইকেল থেকে শুরু করে সকল কিছুরই দাম বৃদ্ধি হচ্ছে তাই অতি দ্রুত কোথাও পৌঁছাতে গেলে তাদের একমাত্র ভরসা করতে হবে রণপাতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here