নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বিগত পাঁচ-ছয় দিনে ডিজেল এবং পেট্রোলের দাম ক্রমবর্ধমান । সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে । ধারাবাহিক ভাবে ছয় দফায় বাড়ল পেট্রোল ডিজেলের দাম। গতকাল কলকাতায় পেট্রোলের দাম ৯০ ছাড়িয়ে গেছে যা এখনও পর্যন্ত রেকর্ড পেট্রোল ডিজলের ক্ষেত্রে ৷
জানা গেছে, গতকাল পর্যন্ত কলকাতার পেট্রোল ডিজেলের দাম ছয় দফায় বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার ।একদিকে কৃষকদের মারার জন্য কালা কৃষি আইন অপরদিকে সাধারণ মানুষের ওপর নেমে এসেছে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির খাড়া । আর এই দুইয়ে মিলে ভারতবর্ষ এখন ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকারের নিপীড়নের যাঁতাকলের নীচে ।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রাস্তায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে বালুরঘাটের সাধারণ মানুষ জানিয়েছেন, প্রতিনিয়ত পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য সাধারণমানুষ একদিকে যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি দ্রব্যমূল্যও বৃদ্ধি পাচ্ছে ।
আরও পড়ুনঃ কেশিয়াড়ীতে মশাল মিছিল অল ইন্ডিয়া কেকেএমএস’র
অনেকে আবার মন্তব্য করেছেন এই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য তাদের হয়তো এবার যানবাহন ছেড়ে রণপায় ফিরে যেতে হবে , যাতে তারা রণপা লাগিয়ে কম সময়ে অনেকটা পথ পাড়ি দিতে পারেন । কারণ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির সাথে সাথে সাইকেল থেকে শুরু করে সকল কিছুরই দাম বৃদ্ধি হচ্ছে তাই অতি দ্রুত কোথাও পৌঁছাতে গেলে তাদের একমাত্র ভরসা করতে হবে রণপাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584