নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আমপান ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যে দুর্নীতির অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে আর্থিক সাহায্য নিয়ে দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর কাটমানি খেয়ে নিজেদের লোকেদের ক্ষতিপূরণ টাকা পাইয়ে দিচ্ছেন। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্থদের টাকা না দেওয়ায় স্থানীয় বাসিন্দারা বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে তারা পথ অবরোধ শুরু করেন।
আরও পড়ুনঃ রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা
পথ অবরোধের জেরে তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী আটকে পড়েন। কয়েক ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ। তারপর কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584