তিনবিঘায় বনমন্ত্রীর বৈঠকে উন্নয়নের দাবি স্থানীয়দের

0
71

মনিরুল হক, কোচবিহারঃ

মুখ্যমন্ত্রীর চ্যাংরাবান্ধা সফরের আগে রবিবার তিনবিঘা করিডোর পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। তিনবিঘা করিডোর এলাকার উন্নয়ন এবং সৌন্দর্যায়নের বিষয়ে নতুন করে আশার আলো দেখছেন তিনবিঘা সীমান্তের মানুষ। বনমন্ত্রী এদিন তিনবিঘা করিডোর সংলগ্ন এলাকার পার্কে একটি বৈঠকও করেছেন। বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা। তিনবিঘা করিডোর এলাকার উন্নয়নের দাবির কথা বনমন্ত্রীর নিকট তুলে ধরেন স্থানীয়রা।
রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, তিনবিঘার পার্ক সহ ওই এলাকার সৌন্দর্যায়নের বিষয়ে খুব শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে।

নিজস্ব চিত্র

তিনি বলেন আন্তর্জাতিক দিক দিয়ে এখানকার যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাসিন্দারা এদিন এখানে পর্যটন কেন্দ্র গড়ার দাবির কথাও তুলেছেন। মঙ্গলবার চ্যাঙরা বান্ধায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তিন বিঘার বাদিন্দারা চাইছেন এই এলাকার মানুষের দাবির কথা বনমন্ত্রী যেন মুখ্যমন্ত্রীর কাছেও পৌঁছে দেন। বৈঠকের পর বনমন্ত্রী এদিন তিনবিঘা করিডোর ঘুরে দেখেছেন। কথা বলেছেন বিএসএফের সাথেও। তার সাথে ডিএফও বিমান বিশ্বাস, উদ্যান পালন অধিকারিক সজল পাল ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here