নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বৃষ্টির জমা জলে প্রায় তিন মাস ধরে জলমগ্ন হয়ে রয়েছে ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। জলমগ্ন ওয়ার্ডবাসীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর এবং পুরসভাকে জানানোর পরও সমস্যার কোন সমাধান হয়নি। তাই এবারে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে ২৯ নম্বর ওয়ার্ডের বাপুজী কলোনি এলাকায় জলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীদের অভিযোগ, তাদের এই সমস্যা দীর্ঘদিনের।
বৃষ্টির জল জমে হাঁটুজলে পরিণত হয়েছে গোটা ওয়ার্ডে ,বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। একদিকে করোনা, অন্যদিকে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে।
আরও পড়ুনঃ করণদিঘিতে মাছের গাড়ি থেকে গাঁজা উদ্ধার,ধৃত ১
পুরসভা এবং স্থানীয় কাউন্সিলরকে বার বার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই এবারে তারা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, সামনেই মালদহের ইংরেজবাজার পুরসভার ভোট রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584