সামশেরগঞ্জে কোভিড টেষ্ট করাতে আসা ব্যক্তিরা ভাঙ্গচুর চালাল হাসপাতালে

0
185

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

সামশেরগঞ্জ ব্লকে অনুপনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে বেশকিছু কোভিড টেষ্ট করাতে আসা স্থানীয় বাসিন্দারা সেখানে ভাঙ্গচুর চালাল। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।

vandalism hospital | newsfront.co
নিজস্ব চিত্ৰ
vandalism | newsfront.co
ভাঙচুর। নিজস্ব চিত্র

অনুপনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ নুর আলাম জানান, এখানে প্রতিদিন কোভিড টেস্ট করা হয়। দুই ধরনের কোভিড টেস্ট হয় একটা আর্টিফিশিয়াল টেষ্ট, যেটা গলা ও নাক থেকে হয়। আর একটি রাপিড ইন্ডিয়ান টেষ্ট এটা শুধু নাকে দিয়ে হয়।

dr nur alam | newsfront.co
ডঃ নুর আলম, হাসপাতাল আধিকারিক। নিজস্ব চিত্ৰ

আজকে আর্টিফিশিয়াল টেষ্ট হচ্ছিল। আর এই টেষ্ট মুর্শিদাবাদ জেলাতে প্রায় ৫০০ করে হয়। তা গড়ে প্রায় প্রত্যেক ব্লক ২৫ টা করে পায়। আমরা তাও জেলাতে বলে ৫০টা করে ব্যবস্থা করে নিয়ে আসি।

আরও পড়ুনঃ জীবন্তিতে রক্তের সংকট মেটাতে বিডিও’র উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

এখানে আজকে ৫০ জনের অধিক স্থানীয় মানুষজন থাকায় বাকিদের টেষ্ট হয়নি, তাদের বলা হয় গতকাল আসতে। আর তখনই তারা উত্তেজিত হয়ে হাসপাতালের বেশ কিছু সামগ্রী ও যন্ত্রাংশ ভেঙে দেয়। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং দুজনকে আটক করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here