বাংলায় চালু হতে চলেছে লোকাল ট্রেন

0
517

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাস-ট্যাক্সি-অটো এবং বিমান পরিষেবা ধীরে ধীরে চালু করার পর এবার লোকাল ট্রেন চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছে রেল।

train | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, স্টেশন একেবারে ফাঁকা রেখে শিয়ালদহ ও হাওড়া শাখায় হকার নির্মূল করে ১২ কামরার ট্রেনে ৭০০-৭৫০ জন যাত্রী নিয়ে প্রথমে নির্দিষ্ট কিছু রুটে গ্যালপিং ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ট্রেনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হবে না। তবে এ রাজ্যে আদৌ তা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রসঙ্গত, ট্রেন চালু না হওয়ায় বাস, অটো-ট্যাক্সি পরিষেবা চালু হলেও লোকের অভাবে সংখ্যায় অনেক কম চলছে। রাজ্যের পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করতে হলে তা ট্রেন ছাড়া কোনওভাবেই সম্ভব নয়। তাই সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে ট্রেন চালাতে রাজ্য সরকারের সাহায্য চেয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ টেস্ট, চিকিৎসায় লাগামছাড়া বিল, সর্তক করল নবান্ন

রেলের তরফে জানা গিয়েছে, ট্রেন চালুর আগে সমস্ত স্টেশন বেড়া দিয়ে ঘেরা হবে।
একই সঙ্গে স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমিতেও আর বসতে দেওয়া হবে না বাজার। তবে স্টেশনে রেলের নিজস্ব ভাড়া দেওয়া নির্দিষ্ট স্টলগুলি খোলা যেতে পারে। স্টেশনে যাত্রী ও রেলকর্মী ছাড়া কেউ ঢুকতে পারবেন না। রেলকর্মীদের দ্বারা থার্মাল স্ক্যানিংয়ের পর যাত্রীদের স্টেশনে ঢুকতে দেওয়া হবে। স্টেশনে ঢুকতে গেলে মাস্ক অবশ্যই পড়তে হবে।

পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন, যেখানে একটি ১২ কামরার ট্রেনে ১৪৮৮-১৫০০ জন যাত্রী বসে যাত্রা করতে পারেন, সেখানে ট্রেনে কোনও মতেই ৭০০ – ৭৫০ জনের বেশি যাত্রী উঠতে পারবেন না। অর্থাৎ অর্ধেক আসন খালি রেখে চলবে লোকাল ট্রেন। সেই কারণে দাঁড়ানোর তো প্রশ্নই নেই।

আরও পড়ুনঃ দ্বৈরথ থাকলেও দেশের স্বার্থে শুক্রবারের মোদীর সর্বদল বৈঠকে যোগ দিচ্ছেন মমতা

তবে হকার সরানো থেকে স্টেশন ফাঁকা রেখে রেল পরিষেবা চালানোর ক্ষেত্রে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। সেই কারণে ইতিমধ্যে রেলের তরফে আইনশৃঙ্খলার প্রশ্নে রাজ্যের সাহায্য চাওয়া হয়েছে। কোনও স্টেশনে হকাররা সরতে না চাইলে বা সাধারণ মানুষ অসহযোগিতা করলে ওই স্টেশনে লোকাল ট্রেন দাঁড় করানো হবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেল লোকাল ট্রেন পরিষেবা চালু করেছে। রেলের এই দু’টি জোন স্টেশন ওস্টেশন সংলগ্ন এলাকায় ভিড় সামাল দিতে যে সব পদক্ষেপ করেছে, এবার সেই পদক্ষেপগুলি করার ভাবনায় বাকি জোনগুলিও। এবার বাংলাতেও লোকাল ট্রেন লোকাল ট্রেন চালু করার আগে কলকাতা ও শহরতলির রেল স্টেশনগুলি ও স্টেশন সংলগ্ন এলাকায় এরকমই বেশ কিছু পরিবর্তনের ভাবনা নিয়েছে রেলমন্ত্রক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here