স্থায়ী ব্রিজ নির্মানের দাবি তাসটি চা বাগানের বাসিন্দাদের

0
36

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

উন্নয়নের ছোঁয়া লাগেনি তাসটি চা বাগানের সাঁওতাল লাইনে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসটি চা বাগানের সাঁওতাল লাইন ও মিশন লাইনের মধ্যে দিয়ে বয়ে গেছে বাগান ঝোড়া নদী।

Construction of permanent bridge | newsfront.co
এভাবেই নদী পারাপার করতে হয়। নিজস্ব চিত্র

নদী পারাপার করে চলছে যাতায়াত। জানা গিয়েছে, সাঁওতাল লাইন, জেঙ্গা লাইন, মিশন লাইন, হাট খোলা লাইনের প্রায় ৫০০ টির মতো পরিবার এই নদী পার করে যাতায়াত করে প্রতিদিন।

Construction of permanent bridge | newsfront.co
স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

বর্ষার সময় এই নদী ভয়কর রূপ ধারণ করে, যার ফলে যাতায়াত বন্ধ হয়ে যায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ।

আরও পড়ুনঃ আইটি বাজারে দেখা দিচ্ছে মন্দা, বাড়ছে ছাঁটাইয়ের আশঙ্কা

এলাকার বাসিন্দা জানান, “আমাদের এলাকায় ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলকেই নদী পার করে যাতায়াত করতে হয়। আর বর্ষার সময় যাতায়াত একদম বন্ধ হয়ে যায় কারণ নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা চাই এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here