বেহাল রাস্তায় চলাচলের সমস্যা নিয়ে অভিযোগ বাসিন্দাদের

0
31

সুদীপ পাল, বর্ধমানঃ

পূর্ব বর্ধমানের শক্তিগড় থেকে বড়শুলগামী গুরুত্বপূর্ণ একটি রাস্তা হল মনোমোহন দে রোড। দামোদর নদের কাছে যদুনাথ পল্লীর গাঙুর খালের দিকে দীর্ঘ চার কিলোমিটার যাওয়ার রাস্তাটি দুই নম্বর জাতীয় সড়কের নিচ দিয়ে গেছে।

তবে দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০১৫-১৬ সালে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করে রাস্তা সারানো হয়েছিল।

locality complaint to damage road | newsfront.co
অসমান রাস্তা। নিজস্ব চিত্র

এলাকাবাসীর বক্তব্য, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের নিয়মিত যাতায়াত। তাছাড়া বিএলআরও অফিস, পোস্ট অফিস, পশুচিকিৎসালয় কেন্দ্র, সমবায় ট্রেনিং সেন্টার প্রভৃতি একাধিক গুরুত্বপূর্ণ অফিস থাকায় এই রাস্তার উপর চাপ থাকে। যাত্রীবাহী গাড়ি এবং বালি বোঝাই গাড়িও চলে। অথচ রাস্তা যেভাবে ভেঙে যাচ্ছে তাতে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দুর্ঘটনা লেগেই আছে।

আরও পড়ুনঃ দিলীপের বিরুদ্ধে এফআইআর ফালাকাটা থানায়

প্রশাসনের কাছে একাধিকবার আর্জি জানানো হয়েছে। একইসাথে বালির গাড়িতে ওভারলোডিং বন্ধেরও আর্জি জানানো হয়েছে। কিন্তু কোনওকিছুই বিশেষ ফলপ্রসূ হয়নি বলেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু বলেন, এই রাস্তাটি জেলা পরিষদের না পূর্ত দফতরের তা খোঁজ নিয়ে দেখা হবে। রাস্তাটি জেলা পরিষদের আওতায় হলে তা অবিলম্বে সারানো হবে। আর পূর্ত দফতরের হলে সেটিও তাদের জানিয়ে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here