করোনা আক্রান্তদের নবদ্বীপ শ্মশানে দাহ করা হবেনা, বিক্ষোভ পুলিশকে ঘিরে

0
302

শ্যামল রায়, নদীয়াঃ

শনিবার রাত্রে নবদ্বীপ শ্মশান ঘাট এলাকার বাসিন্দারা শ্মশান ঘাটে প্রবেশের মুখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল পুলিশকে ঘিরে।

locality isn't allow to burn corona infected dead body in burning ghat | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকাবাসীর অভিযোগ এই শ্মশান ঘাটে করোনা ভাইরাসে আক্রান্তদের সৎকার করা হচ্ছে। কিন্তু কেন করা হবে? অথচ এই শ্মশান ঘাট জনবহুল এলাকার মধ্যে অবস্থিত।

কোনভাবেই করোনা ভাইরাসে আক্রান্তদের এই শ্মশানঘাটে দাহ করা যাবে না, অভিযোগ তুলে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন।

locality isn't allow to burn corona infected dead body in burning ghat | newsfront.co
নিজস্ব চিত্র

এলাকার হাজারখানেক বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং দাবি তোলেন কোনভাবেই বহিরাগত করোনা ভাইরাসে আক্রান্তদের এই শ্মশান ঘাটে সৎকার করা যাবে না। পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুনঃ রায়গঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে এখানে একাধিক করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সৎকার করা হয়েছে। আগামী দিন যাতে না হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি পুলিশ এবং প্রশাসনের কাছে। যদিও পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিষয়টি বলা হয়েছে এরা করোনা ভাইরাসে আক্রান্ত নয়।

locality isn't allow to burn corona infected dead body in burning ghat | newsfront.co
নিজস্ব চিত্র

মৃত্যু সার্টিফিকেট কি আদৌ করোনাভাইরাস লেখা রয়েছে? এই প্রশ্ন উঠেছে এলাকায় মানুষের কাছে পুলিশের তরফ থেকে।

যদিও এলাকার মানুষ জানিয়েছেন যে মৃত্যুর সার্টিফিকেটে কোনোভাবেই করোনাভাইরাস লেখা থাকছে না। তাহলেও বহিরাগত মৃতদেহ এখানে কেন সৎকার করা হবে? অভিযোগ তুলে নবদ্বীপ শ্মশান ঘাট এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশকে।

এই খবর ছড়িয়ে পড়ে গোটা নবদ্বীপ শহরে এবং সকলেই অভিমত প্রকাশ করে যে বহিরাগত কেও করোনাভাইরাসে যদি আক্রান্ত হয়ে থাকে বা সন্দেহজনক হয়ে মৃত্যু হয়ে থাকে তাদেরকে কোন ভাবেই জনবহুল এলাকা নবদ্বীপ শ্মশান ঘাটে সৎকার করা যাবেনা।

তাতে সমর্থন করেছেন অনেকেই। যদিও পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন এবং কোনভাবেই এরা সংক্রমণে আক্রান্ত নয় বলে জানা গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে দ্রুত এলাকার মানুষের দাবি মত সমাধান হবে বলে মনে করছেন পুলিশ প্রশাসন সহ অনেকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here