সামাজিক দূরত্বের কালে প্রযুক্তিকে সঙ্গী করে শিল্পী আড্ডা

0
283

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Lockdown adda | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

কোভিড ১৯ – মাহামারিতে স্তব্ধ বিশ্ব। লক  ডাউন ভারতবর্ষে , স্তব্ধ এই বঙ্গও । দিন কুড়ি অতিক্রান্ত, লকডাউন এর জেরে কাজ বন্ধ টলিপাড়াতেও। তাই স্তব্ধ টলিপাড়ার মানুষদেরকে নিয়ে এক অভিনব আড্ডায় মেতে উঠেছে ‘টিভি ওয়ালা মিডিয়া’। ভার্চুয়াল জগতে, জুম অ্যাপের মাধ্যমে।

TV wala media | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এই লকডাউনে কী ভাবছেন তাঁরা?  পরবর্তী সময় নিয়েও বা কী ভাবছে টলিপাড়া? আর শুধু কলকাতা কেন, প্রতিবেশী বাংলাদেশের শিল্পীরাই বা কী  ভাবছেন? কী হতে চলেছে আগামী দিনে? তাঁদের মতামত উঠে আসছে আড্ডায়। সঙ্গে গানবাজনা হৈ-হুল্লোড় তো আছেই।

আরও পড়ুনঃ বলিউডের দৈনিক মজুরির শ্রমিকদের রেশন প্রদানের ঘোষণা অমিতাভের

adda | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এই সবকিছু নিয়েই শুরু হয়েছে ‘টিভি ওয়ালা মিডিয়া’র  অন্যতম প্রাণপুরুষ অমিত গাঙ্গুলি ও তাঁর টিমের ”লকডাউনে আড্ডা ‘। সঙ্গীত, চলচ্চিত্র সহ বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত মানুষরা আসেছেন এই আড্ডায়। এসেছেন বিশিষ্ট চিত্রপরিচালক ইন্দ্রাশিস আচার্য, অর্জুন দত্ত, শিলাদিত্য মৌলিক , উজ্জ্বল বসু , স্বপন আহমেদ, রনজয়, ঋত,   লগ্নজিতা, গাবু, অম্লান, স্বপ্নীল সজীব, তৃষা, ইশান, কোনা, রাজ বর্মণ, সাগ্নিক সেন, অমিত গাঙ্গুলি, কুমার সঞ্জয়, সুজয় ভৌমিক, অনিমেশ শিকদার।

Lockdown adda | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

চিত্র তারকাদের মধ্যে সৌরভ দাস , মৈনাক ব্যানার্জি , অমৃতা চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার , কিঞ্জল নন্দা , খেয়া চট্টোপাধ্যায়, প্রান্তিক ব্যানার্জি, রাজদীপ গুপ্ত, অনুরাধা মুখার্জি সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ ‘টনিক’ পাবেন শীতকালে

ফেলে আসা আড্ডার দিনগুলিতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ইশান মুজমদার, অনির্বাণ মাইতি, অনিমেষ গাঙ্গুলি , সঙ্ঘশ্রী সিনহা, দেবালয় ভাট্টাচার্জ। “টিভি ওয়ালা মিডিয়া’র পক্ষ থেকে  আগামী দিনেও ভার্চুয়াল জগতে আসতে চলেছে আরও অনেক শো।”- জানিয়েছেন অমিত গাঙ্গুলী ।

রোজ সন্ধ্যা ৭ টায়, নজর রাখুন টিভি ওয়ালা মিডিয়ার ফেসবুক পেজ-এ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here