নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
আগামীকাল পবিত্র ইদ উৎসব। গত এক মাস ধরে রোজা পালন করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। মালদহে এবার সিমুই, লাচ্ছার অভাব দেখা দিয়েছে। যেটুকু রয়েছে, সেগুলিও চড়া দামে বিক্রি হচ্ছে। লকডাউনের জেরে শ্রমিকের অভাবে এবছর সিমুই, লাচ্ছা তৈরি করতে পারেননি মালদহের কারিগরেরা।
মূলত বিহার ও উত্তরপ্রদেশের কারিগর দিয়েই লাচ্ছা-সিমুই তৈরি হয়। কালিয়াচকের চৌরঙ্গি, গয়েশবাড়ি, সুজাপুর সহ কয়েকটি এলাকায় প্রতি বছর ইদের সময় লাচ্ছা ও সিমুই তৈরির ধুম পড়ে যায়৷ শুধু চৌরঙ্গি এলাকাতেই বেশ কয়েকটি অস্থায়ী কারখানা তৈরি হয়৷ চৌরঙ্গি মোড়ের দু’পাশে প্রচুর অস্থায়ী দোকানও বসে৷
আরও পড়ুনঃ অবৈধ বালি পাচার রুখে বিক্ষোভ গ্রামবাসীদের
বিভিন্ন মান ও দামের লাচ্ছা ও সিমুই কিনতে ভিড় করে মানুষজন৷ কিছু ব্যবসায়ীর বাড়িতে লাচ্ছা ও সিমুই তৈরি হলেও তা উন্নতমানের নয়৷ এবছর রমজান মাসে চৌরঙ্গি মোড়ে দু’তিনটি অস্থায়ী দোকান বসেছে। কিন্তু সেখানে ক্রেতা নেই বললেই চলে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584