নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বাড়ানো হল শহর শিলিগুড়িতে লকডাউনের মেয়াদ। মঙ্গলবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠকে বসেন টাস্কফোর্স। এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন “শিলিগুড়িতে আগামীকাল পর্যন্ত শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডে লকডাউন আছে।
তার সাথে আরও সাতদিন বাড়ানো হল লকডাউন। এবং শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের মাছ বাজার বন্ধ থাকবে। শুধু মাত্র সবজি ও ফলের বাজার খোলা থাকবে। চম্পাসারিতে এসজেডিএ -এর মার্কেট খোলা হবে। নয়া বাজারে হোলসেল মার্কেট খোলা হবে কিনা সেটা জেলা শাসক দেখবেন।
আরও পড়ুনঃ লকডাউনের জেরে মাধ্যমিকের মার্কশিট বিলির দিনবদল মধ্যশিক্ষা পর্ষদের
এবং বেশ কয়েকটি জায়গা, যেমন শালবাড়ি, কালামজোত, আঠারোখাই, শুকনা কন্টেইমেন্ট জোন করা হল।” এর পাশাপাশি তিনি আরও বলেন যে এদিন শিলিগুড়ি পুরনিগমকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584