ইসলামপুরে লকডাউনের মেয়াদ ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল

0
39

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

জেলা প্রশাসনের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ইসলামপুর পুর এলাকায় লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হল। রাজ্য স্বরাষ্ট্র দফতরের জারি করা লকডাউন বাদে এই লকডাউন আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে বলে ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়ালা জানিয়েছেন।

lockdown | newsfront.co
ফাইল চিত্র

তবে এই নতুন লকডাউনে বেশ কিছু ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। যেহেতু করোনা সংক্রমণ ইসলামপুর শহর এলাকায় কমছেনা, তাই এই লকডাউন বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ, রবিবার নির্ধারিত সাত দিনের লক-ডাউনের শেষ দিন।

আরও পড়ুনঃ রায়গঞ্জে জেরক্স করে জাল টাকা ছাপানোর অভিযোগে ধৃত চার

নতুন লকডাউনে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত সব ধরনের দোকান খোলা থাকবে। তবে দুপুর দুটোর পরে অপরিহার্য সামগ্রীগুলির দোকান ছাড়া অন্যান্য সব ধরনের দোকান বন্ধ থাকবে। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে স্বাস্থ্য বিভাগের সমস্ত নির্দেশিকা মেনে চলতে পুর প্রশাসক সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here