মনিরুল হক, কোচবিহারঃ
দু’দিনব্যাপী স্বাস্থ্য মেলার শুরু হলো দিনহাটায়। শনিবার দিনহাটা শহরের সংগতি ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই স্বাস্থ্যমেলার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। দু’দিনব্যাপী এই স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থপ্রতিম রায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তথা কোচবিহার দক্ষিন কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, দিনহাটা মহকুমা শাসক পীযূষ গোস্বামী, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি গণপথ, দিনহাটা পৌরসভার উপ পৌর প্রধান শুভময় চক্রবর্ত্তী, দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক রঞ্জিত মন্ডল সহ আরো অনেকে।
এদিনের এই স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, দিনহাটার এই স্বাস্থ্য মেলা উত্তরবঙ্গ নয় গোটা রাজ্যের মধ্যে সর্ববৃহৎ মেলা। পাশাপাশি তিনি এই স্বাস্থ্য মেলার দীর্ঘায়ু কামনা করেন। সাংসদ পার্থ প্রতিম রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন ,এই স্বাস্থ্য মেলার মধ্য দিয়ে অনেক দুঃস্থ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এদিনের এই স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য থেকে দিনহাটার বিধায়ক তথা স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক উদয়ন গুহ ঘোষণা করেন, স্বাস্থ্য মেলা কমিটির পক্ষ থেকে দিনহাটা পৌরসভাকে একটি শববাহী গাড়ি প্রদান করা হবে। পদ্মশ্রী করিমুল হক কে হাসপাতাল নির্মাণের জন্য আর্থিক ভাবে সাহায্য করা হবে। দুদিন ব্যাপী স্বাস্থ্যমেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা ছাড়াও চেন্নাই হায়দ্রাবাদ থেকে চিকিৎসকরা রোগীদের কাছে বিনামূল্যে পরিষেবা পৌঁছে দিতে এই মেলায় এসেছেন। স্বাস্থ্য মেলা কমিটি আশা করছেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রাপকের গতবারের রেকর্ড এবার ভেঙে যাবে। উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শো রোগী চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হাজির হয়েছেন। দু দিনব্যাপী স্বাস্থ্যমেলাকে ঘিরে সকলের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।
পাশাপাশি এদিনের এই মঞ্চ থেকে স্বাস্থ্য মেলা স্মরণিকা প্রকাশ হয়। প্রকাশ করেন সাংসদ পার্থপ্রতিম রায়। ওই স্বাস্থ্য মেলা উপলক্ষে এদিন সন্ধ্যায় কলকাতার প্রখ্যাত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: দুঃস্থদের শীতবস্ত্র প্রদান,মধ্যাহ্নভোজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584