পিয়া গুপ্তা,উত্তর দিনজপুরঃ
এটিএম কেটে টাকা খোয়া গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে।ইটাহার চৌরাস্তা লাগোয়া ইটাহার বালুরঘাট রাজ্য সড়কে দুঃসাহসিক এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শনিবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা এসে তাদের প্রতিষ্ঠান খোলার সময় এলাকায় পোড়া গন্ধ পাচ্ছিলেন বলে জানিয়েছেন।
পরে ওই এটিএম-এর রক্ষী এসে এটিএম এর ঘর খোলার পরেই দেখা যায় এটিএম টি গ্যাস দিয়ে কাটা রয়েছে।এটিএম এর ভেতরে একটিও নোট ছিল না।রীতিমতো জমজমাট বাজার এলাকার মধ্যে এভাবে গ্যাস কাটার দিয়ে এটিএম কাটার ঘটনা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার বিকালেই ওই এটিএম এ টাকা ভরা হয়েছিল। আর তার থেকেই ইটাহার থানার তদন্তকারী আধিকারিকদের ধারনা দুষ্কৃতীরা খোজ খবর রেখেই এই লুঠের ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর কন্যাকে অপহরণের অভিযোগে বিধায়কের গাড়িতে হামলা
বেসরকারী ব্যাঙ্কের তরফে খোয়া যাওয়া অর্থের পরিমান সম্পর্কে কিছু না বলতে চাইলেও কয়েক লক্ষাধিক টাকা লুঠ হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। এটিএম এর রক্ষী ফিরদৌস সালাম জানিয়েছেন আগের দিন তিনি এটিএম ঘর বন্ধ করে চলে যান।শনিবার সকালে এটিএম ঘর খোলার পরেই সব কিছু জানা যায়। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584