শ্যামল রায়,নদীয়া:
এ যেন নতুন দৃশ্য নয়। দিনের পর দিন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে লরিচালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ। মঙ্গলবার রাতে রেজিনগর থানার অন্তর্গত জাতীয় সড়কের ওপর দিয়ে যানবাহন চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল পুলিশ। টাকা দেয়া সত্বেও অভিযোগ যে পুলিশ সন্তুষ্ট না হওয়ার কারণে দ্রুত কালীগঞ্জ থানার অধীন এসে কেউ-না-কেউ পুলিশ লরির টায়ারে গুলিবিদ্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে যানবাহন চালকরা রাস্তা অবরোধ করে দফায় দফায়। আরও জানা গিয়েছে যে পুলিশ নাকি অবরোধ ভঙ্গ করতে কাঁদানো গ্যাস পর্যন্ত ছোড়ে বলে অভিযোগ।
এই ধরনের ঘটনা হামেশাই ঘটে বলে অভিযোগ করেছেন লরি সমিতির সম্পাদক জগন্নাথ ঘোষ। তিনি অভিযোগ করেছেন যে দিনের পর দিন পুলিশের এই ধরনের অত্যাচার বেড়েই চলছে এবং প্রতিটি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় যানবাহন চালকদের তোলা দিতে দিতে তারা অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন বলে অভিযোগ। যদিও মুর্শিদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এই ঘটনা ঘিরে যানবাহন চালকদের ক্ষোভ বাড়ছে। রাজ্যের প্রতিটি জেলায় জাতীয় সড়কের উপরে পুলিশের তোলাবাজি যেন অব্যাহত খুব শীঘ্রই তোলাবাজি বন্ধ না হলে বিভিন্ন জায়গায় আগামী দিন বড় ধরনের অঘটন ঘটে যেতে বলে পারে বলে মনে করছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584