রেললাইনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল গম বোঝাই লরি

0
105

নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মুম্বই ৬ নং জাতীয় সড়কে খড়গপুর লোকাল থানার গোকুলপুরের কাছে রেল ব্রিজের ওপর থেকে নিচে রেললাইনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল গম বোঝাই লরি। ঘটনায় আহত হয় ৩ জন। গুরুতর আহত অবস্থায় লরিতে আটকে থাকে চালক। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ ও রেল দফতর।

accident | newsfront.co
নিজস্ব চিত্র

দ্রুত আহতদের উদ্ধার করে পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। প্রায় দুঘণ্টার চেষ্টার পরে চালককে আটকে থাকা লরি থেকে উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ব্রিজের গার্ডওয়াল ভেঙে নিচে অবস্থিত রেল লাইনের ওপরে পড়ে। লরিটিতে খাদ্য সরবরাহ দফতরের গম বোঝাই করা ছিল।

lorry accident | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্কুটির চাকায় হাওয়া দেওয়া নিয়ে বচসার জেরে হাতুড়ির ঘায়ে মৃত্যু ব্যবসায়ীর, ধৃত ১

মেদিনীপুর থেকে রামনগর যাওয়ার সময় চৌরঙ্গীর কাছে গাড়িটিতে সমস্যা হওয়ায় নিমপুরাতে সারাই করতে যাওয়ার পথে ঘটে এই বিপত্তি। ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট হলেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লকডাউনের কারণে ওই লাইন দিয়ে তেমনভাবে ট্রেন চলাচল না করায় এড়ানো গেছে বড়সড় দুর্ঘটনা। অপরদিকে লরিটি না সরানো পর্যন্ত ওই লাইন দিয়ে রেল চলাচল বন্ধ থাকবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here