হারানো মোবাইল প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিলো মুর্শিদাবাদ জেলা পুলিশ

0
47

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ পুলিশের আরক্ষাধক্ষ কে. সবরী রাজকুমার মহাশয়ের উদ্যোগে, “প্রয়াস” প্রকল্পের মাধ্যমে, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার নবম দফায় স্পেশাল অপরেশন স্কোয়াড ও জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ইং ২৭-শে জুন ২৩৫ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণ  সংশ্লিষ্ট থানা এলাকার প্রকৃত মালিকের  হাতে তুলে দেন। হারানো মোবাইল পুনরায় ফিরে পেয়ে মোবাইল মালিকগণ ভীষণ খুশি হন এবং পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিজস্ব চিত্র

এই পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, প্রথম দফায় ৭২টি, দ্বিতীয় দফায় ১০৪ টি, তৃতীয় দফায় ১১০ টি,  চতুর্থ দফায় ১৫৪টি, পঞ্চম দফায় ২১৫টি,  ষষ্ঠ দফায় ২৯৯টি,  সপ্তম দফায় ২০৫টি এবং অষ্টম দফায় ২১৮টি এবং নবম দফায় ২৩৫ টি, মোট ১৬১২ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন মুর্শিদাবাদের জেলার ডোমকল মহাকুমার ডোমকল থানায় ৯টি, সাগরপাড়ায় থানায় ১৫টি এবং রানিনগর থানায় ৫টি মোবাইল উদ্ধার করে ফিরানো হলো উপভোক্তদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here