খোঁজ মিলেছে সৃজিতের ‘এক্স=প্রেম’-এর

0
306

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

বন্ধুগণ, একটি বিশেষ ঘোষণা– রহস্য, রোমাঞ্চ নয়, আগামী প্রজন্মের প্রেমের গল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এসভিএফ-এর সঙ্গে গাটছড়া বেঁধে সেই প্রেমের গল্প ফ্লোরে যেতে চলেছে ২ জুলাই থেকে। প্রেমিক-প্রেমিকাদের চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস। ছবির নাম ‘এক্স=প্রেম’।

x=prem poster | newsfront.co
ছবির পোস্টার
srijit mukherjee | newsfront.co
সৃজিত মুখার্জি, পরিচালক
shruti das | newsfront.co
শ্রুতি দাস, অভিনেত্রী
arjun chakraborty | newsfront.co
অর্জুন চক্রবর্তী, অভিনেতা

‘অতি উত্তম’-এর পর ফের একবার সুরের দায়িত্বে সপ্তক সানাই দাস। গল্পের দিকে তাকালে দেখা যাবে, খিলাৎ ব্যানার্জি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জয়িতা চৌধুরী তার প্রেমিকা। প্রেমকে চিরস্থায়ী করতে খিলাৎ-জয়িতা যে কোনও বাধা ডিঙোতে প্রস্তুত। এই চরিত্র দুটিতে অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত ও শ্রুতি দাস। রয়েছে আরও এক যুগলের প্রেমকাহিনি। নাম তাদের অর্ণব-অদিতি। এদের ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী-মধুরিমা বসাককে। এঁরাও প্রেমের জন্য সব কিছু করতে প্রস্তুত।

madhurima bosak | newsfront.co
মধুরিমা বসাক, অভিনেত্রী

অভিনেতা-অভিনেত্রীরা সকলেই উচ্ছ্বসিত সৃজিত মুখার্জির মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। অর্ণব, শ্রুতি, মধুরিমার বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে এই ছবির হাত ধরে। অর্জুনের সৃজিতের সঙ্গে এই প্রথম কাজ।

আরও পড়ুনঃ ক্লিক এ শুরু ‘অন্তর্দ্বন্দ্ব’

সুতরাং, বলতে দ্বিধা নেই এই মুহূর্তে সৃজিতের নিঃশ্বাস ফেলার সময়টুকু নেই। একদিকে ‘সাবাশ মিঠু’ অন্যদিকে ‘এক্স=প্রেম’ সব নিয়ে বেজায় ব্যস্ততায় ডুবেছেন তিনি। এর মধ্যেই চালিয়ে যাচ্ছেন জনহিতকর কর্মসূচী। ‘O2কু সবার’ কর্মযজ্ঞেও ব্যস্ত আছেন পরিচালক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here