নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শনিবার ভোর থেকে অসুস্থ অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ৷ বাড়িতেই চিকিৎসাধীন তিনি ৷ ডি-হাইড্রেশন আর তার জেরে পেটে ব্যথা এবং অন্যান্য কিছু উপসর্গের কারণে অসুস্থ হয়ে পড়েন মিমি।
হাসপাতালে যেতে চাননি। তাই বাড়িতেই চলছে চিকিৎসা। আপাতত তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক।
উল্লেখ্য, দিন তিনেক আগেই ভুয়ো ক্যাম্পে গিয়ে পাউডার মেশানো জল ভ্যাকসিন হিসেবে শরীরে প্রবেশ করে তাঁর। আর তা নিয়ে গত তিনদিন ধরে কী চলছে তা বলাই বাহুল্য। তবে, শুধু মিমি নন, দেবাঞ্জনের ফাঁদে পড়েন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও।
আরও পড়ুনঃ ভোর রাত থেকে পেটে ব্যথায় কাবু মিমি চক্রবর্তী, বাড়িতেই চিকিৎসাধীন
সূত্রের খবর, লাভলি মৈত্র দেবাঞ্জনের নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ জানা গিয়েছে, কসবায় ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ভ্যাকসিনেশন ক্যাম্পে যাঁরা টিকা নিয়েছিলেন তাঁদের শারীরিক পরীক্ষা করেছে সোনারপুর ব্লক স্বাস্থ্য দফতর ৷
এদিন স্বাস্থ্য পরীক্ষার সময় উপস্থিত ছিলেন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ও স্বাস্থ্য দফতরের এসিএমওএইচ (ACMOH) ইন্দ্রনীল মিত্র। সোনারপুর গ্রামীণ হাসপাতালে এই পরীক্ষা করা হয় শনিবার। পরীক্ষা চলবে আগামী তিন দিন ।
আরও পড়ুনঃ “সৌরভ দাসের সঙ্গে আমার কোনও সমস্যা নেই, দায়ী কেবল সময়”, লাইভে জানালেন স্বস্তিকা
সূত্রের খবর, সোনারপুর আইএনটিটিইউসি (INTTUC)-র উদ্যোগে আয়োজিত মোট ৫২৬ জন কসবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে ভ্যাকসিন নেন। তাঁদের মধ্যে ১০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । তবে, এখনও পর্যন্ত কারোর মধ্যে কোনও শারীরিক সমস্যা ধরা পড়েনি ৷ তবে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাই ব্লক গ্রামীণ হাসপাতালে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, দেবাঞ্জন দেবের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584