আরিফ মহম্মদ,নবগ্রাম:মুর্শিদাবাদ জেলা পরিষদের দেওয়া টাকাই পাঁচগ্রাম দঃ মোড় থেকে বলাশপুর পর্যন্ত পিচ রাস্তার মেরামতির কাজ চলছিল । শনিবার কাজ করার সময় খরদিঘি পাড়া গ্রামের বাসিন্দারা কাজের বাধা দেয়।গ্রামবাসীদের অভিযোগ কাজ ভালো হচ্ছে না বলে, তারা কাজে বাধা দেয় ।ফলে গ্রামের বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন করেন সেই কাজের এজেন্সির লোকেরা ।
সেই মুহূর্তে সেখানে পৌছান নবগ্রামের সাংসদ প্রতিনিধি তথা নবগ্রাম ব্লক কংগ্রেসের সভাপতি মির বাদাম আলি তাকে ঘিরে অকথ্য মন্তব্য করেন সেই কাজের এজেন্সির লোকেরা ও তাকে মার ধোর করা হয় বলে অভিযোগ করেন ও তার জামাই কে মারা হয় বলে অভিযোগ । এবং রাতে কংগ্রেসের তিনটি পাটি অফিস ভাঙচুরের অভিযোগ করা হয় । এর প্রতিবাদে পাঁচগ্রামের পথ অবরোধ করেন কংগ্রেসের করমিরা। মানুষেরা জানাই পাঁচগ্রামে এই প্রথম কোন রাজনৈতিক দলের পাটি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে যা আগে কখনও হয়নি ।পাটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।পুলিশ জানিয়েছে তদন্ত চলছে ।তূনমুলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584