টিকা নেওয়ার পরও তৈরি হয়নি অ্যান্টিবডি উল্টে কমল প্লেটলেট, সেরাম কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের

0
127

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

গত ৮ই এপ্রিল করোনা টিকার প্রথম ডোজটি নেন লক্ষ্ণৌ এর বাসিন্দা প্রতাপ চন্দ্র নামে এক ব্যক্তি। ২৮ দিন পরে আবার যখন টিকার দ্বিতীয় ডোজটি নিতে যান তিনি, তখন টিকাকরণ কেন্দ্র থেকে তাঁকে জানানো হয় দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে ৬ সপ্তাহ করা হয়েছে।

adar poonawalla | newsfront.co
ছবিঃ টুইটার

এরপরে দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়ে ১২ সপ্তাহ করার নির্দেশ দেয় কেন্দ্র। প্রতাপ চন্দ্র জানিয়েছেন, টিকার প্রথম ডোজটি নেওয়ার পর থেকেই তিনি কিছু শারীরিক অসুস্থতা বোধ করছিলেন।টিকার কার্যকারিতা সম্পর্কে আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব বলেছিলেন কোভিশিল্ডের প্রথম ডোজটি নেওয়ার পরই শরীরে অ্যান্টিবডির সংখ্যা বাড়তে থাকে।

আরও পড়ুনঃ অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার কথা আসলে মোদির ‘মাস্টারস্ট্রোক’, কটাক্ষ পিকের

আইসিএমআর-এর এই বক্তব্য প্রকৃতই যথার্থ কিনা জানতে, সরকার অনুমোদিত একটি ল্যাব থেকে নিজের কোভিড অ্যান্টিবডি পরীক্ষা করান। পরীক্ষার ফল দেখে তাজ্জব বনে যান নিজেই। তাঁর শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি তো হয়নি উল্টে প্লেটলেট তিন লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে দেড় লক্ষে। ফলত তাঁর করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে অনেকটাই। এমনটাই তাঁর মত।

আরও পড়ুনঃ ১০০ টাকার ওয়াটারপ্রুফ নোট আনতে চলেছে আরবিআই

এরপরেই লক্ষ্ণৌয়ের আশিয়ানা পুলিশ স্টেশনে সেরাম কর্তা আদার পুনাওয়ালা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল, আইসিএমআরের ডিরেক্টর বলরাম ভার্গব, জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর অপর্ণা উপাধ্যায় সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও অধিকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ জামিনের মেয়াদ শেষ, জেলে ফিরলেন সিএএ বিরোধী আন্দোলন কর্মী নাতাশা নারওয়াল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হলেও এফআইআর দায়ের করেনি পুলিশ। তবে বিষয়টি যে গুরুত্বপূর্ণ তা অনুধাবন করে শীর্ষ কর্তাদের পরামর্শ নিচ্ছেন থানা আধিকারিকরা।অন্যদিকে অভিযোগকারী প্রতাপ চন্দ্র জানিয়েছেন পুলিশ এফআইআর দায়ের না করলে তিনি আদালতের দ্বারস্থ হবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here