কৃত্রিম প্রজননে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্ম দিলেন লুৎফা বিবি

0
130

পিয়ালী দাস,বীরভূমঃ

মহম্মদ বাজারের বাসিন্দা লুৎফা বিবি সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন। চারবার বাচ্চা নষ্ট হবার পর হতাশ হয়ে পড়েছিলেন ঐ প্রসূতি।এরপর দেখা করেন বিশিষ্ট প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাশীষ দেবাংসীর সাথে।তিনি ঐ মহিলার কথা শুনে কৃত্রিম প্রজনন পদ্ধতির সাহায্যে সন্তান প্রসবের কথা বলেন। চিকিৎসকের কথায় লুৎফা বিবি ও তার পরিবার রাজি হয়ে যায়।সন্তানের জন্ম দিতে তিনদিন আগে লুৎফা বিবিকে ভর্তি করা হয় সিউড়ির চিত্তরঞ্জনস্ নার্সিংহোমে।সেখানে ডাঃদেবাশীষ দেবাংসীর তত্ত্বাবধানে আই ইউ আই পদ্ধতির মাধ্যমে একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম দেন লুৎফা বিবি।তার মধ্যে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান।

সদ্যোজাত জগন্নাথ বলরাম সুভদ্রা।নিজস্ব চিত্র

সন্তান প্রসবের পর সুস্থ আছেন এ প্রসূতি এবং তার সন্তানেরা।একসঙ্গে তিনটি সুস্থ সন্তানের জন্ম দিতে পেরে ভীষণ খুশি লুৎফা বিবি।তিন সন্তানের নাম দেওয়া হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ দেবাংসী বলেন,এক বছর আগে একজন রুগী আসেন তার কাছে।চারবার বাচ্চা এলেও মৃত সন্তানের জন্ম দেন এবং এরপর বাচ্চা হওয়া সমস্যা দেখা দেয় ঐ প্রসূতির। তাই কৃত্রিম প্রজনন পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার কথা জানাতেই তার পরিবার রাজি হয়ে যায়।আই ইউ আই পদ্ধতির মাধ্যমে বুধবার একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন ঐ প্রসূতি।প্রসূতি ও তার সন্তানেরা এখন সুস্থ আছেন।

আরও পড়ুনঃ পায়েলের পাঁপড় কালিয়া জঙ্গলমহল থেকে জি-রান্নাঘরে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here