নির্বাচনী প্রচারে মদন

0
92

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটারদের মন জয় করতে দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী প্রচারে এসেছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। যত এগিয়ে আসছে ভোটের দিন ততই দক্ষিণ দিনাজপুরে সব দলের নেতাদের যাতায়াত বেড়েছে,সেই দৌড়ে এবার তৃণমূল ও। শনিবার তৃণমূল নেতা মদন মিত্র প্রথমে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের দুটি অঞ্চলে পরপর দুটি সভা করেন। প্রথেমি উদয় অঞ্চলে একটি সভা এবং তারপরে চালুন অঞ্চলে একটি নির্বাচনী সভা করেন। এদিন চালুন অঞ্চলে তৃণমূলের নির্বাচনী সভা থেকে মদন মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকক লুঠ হয়ে গেল, নীরব মোদী টাকা নিয়ে চলে গেল। পাশাপাশি নরেন্দ্র মোদী-র পূর্বে বলা দেশের চৌকিদার কথাটিকে কটাক্ষ করে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন চৌকিদার জরুরত নেহি, আভি বফাদার জরুরত হ্যায়। এদিন তিনি মুকুল রায়-এর জেলা সফরে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্যে বলে যাওয়া চোর তাড়াতে
ডাকাত ডেকে আনার কথার পাল্টা জবাব দিয়ে বলেন বিজেপি নেতা মুকুল রায়কে উদ্দেশ্য করে বলেন উনি ভাল বলতে পারবেন উনি কতখানি ডাকাতি করে নিয়ে গেছেন। এদিন তৃণমূল নেতা মদন মিত্র জানান খেলোয়াড়দের চাকরিতে কোটা চালু করবার জন্য মমতা ব্যানার্জী চেষ্টা করছেন। বিজেপিকে উপহাস করে নির্বাচনী সভা মঞ্চ থেকে মদন মিত্র বলেন টাকা দিয়ে বিজেপি পতাকা লাগিয়ে নিয়েছে, আগামী ১৭ই মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির পতাকা খোলার লোক থাকবে না। এদিনও মদন মিত্রের গলায় শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুগত হয়ে থাকার ইচ্ছার কথা। তিনি বলেন মন্ত্রী হতে চাই না, সাংসদ হতে চাই না, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়-এর সাথে থাকতে চাই। শনিবার তৃণমূল নেতা মদন মিত্র-র নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ তৃণমূল কংগ্রেসের দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here