মাদার-যুব’র গোষ্ঠী কোন্দলে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ

0
72

মনিরুল হক, কোচবিহারঃ

Madar-Yuba fighting with party office damage
নিজস্ব চিত্র

তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাটে। রবিবার ওই ঘটনা নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা এলাকায় তৃণমূল কংগ্রেসের যুব গোষ্ঠী বলে পরিচিত। যদিও ওই ঘটনাকে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। তাঁদের দাবী, গতকাল সন্ধ্যায় একদল যুবক তাঁদের পার্টি অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। তাঁদের কয়েকজনকে মারধোরও করা হয়।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার ১ নম্বর ব্লকের কার্যকারী সভাপতি আজিজুল হক বলেন, “দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় ৭ অভিযুক্তের নামে থানায় লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা নেয়, তার জন্য পুলিশের সাথে কথা বলা হবে।” অন্যদিকে ওই ঘটনায় প্রধান অভিযুক্ত তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজীব হোসেন বলেন, “দেওয়ানহাটে আমরাই মাদার, আমরাই যুব। কাল সন্ধ্যায় ওই দলীয় কার্যালয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কোন গণ্ডগোল হয় নি। তবু কেন মিথ্যে অভিযোগ করা হল বুঝতে পারছি না।”
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা এলাকা নাটাবাড়ির মধ্যে কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের মাদার-যুব গোষ্ঠীর কোন্দল শুরু হয়। একাধিকবার সংঘর্ষ, বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে সেখানে। গ্রাম পঞ্চায়েত দখল নিতে পারলেও মাদার গোষ্ঠী সেখানে দীর্ঘদিন থেকে সাংগঠনিক শক্তি হারিয়ে দুর্বল হয়ে রয়েছে। কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিককে বহিষ্কারের পর থেকে ওই এলাকায় ফের মাদার গোষ্ঠী মাথাচার দেওয়ার চেষ্টা করে। বেশ কিছুদিন দলীয় কার্যালয়ে না গেলেও সম্প্রতি কয়েকজন নেতৃত্ব সেখানে যাতায়াত শুরু করে। তারপরেই গতকাল সন্ধ্যায় ওই ঘটনা বলে মনে করা হচ্ছে।

Madar-Yuba fighting with party office damage
অভিযোগপত্র।নিজস্ব চিত্র

আরও পড়ুন: গভীর রাতে দোকানে অগ্নিকাণ্ড দিনহাটায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here