নাকে অক্সিজেন নল নিয়ে পরীক্ষায় বসলো রিয়া

0
81

নিজস্ব সংবাদদাতা, কালনা : ১৯ শে মার্চ: সামনে পরীক্ষক, পাশেই অক্সজিনের সিলিন্ডার | অক্সিজেন দিতে সেখান থেকে নল পৌঁছেছে পরীক্ষার্থীর নাক পর্যন্ত | এরকম পরিবেশেই হাসপাতালের বেডে বসে সোমবার অঙ্ক পরীক্ষা দিল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী রিয়া হালদার | সে নাদনঘাট থানার পারুলডাঙা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী | তার পরীক্ষার সিট পড়েছিল কালনা থানার নতুনগ্রাম উচ্চ বিদ্যালয়ে | শনিবার পর্যন্ত সেখানেই পরীক্ষা দিয়েছে | কিন্তু রবিবার থেকে বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট তাকে গ্রাস করে | ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে | পারিবারিক সূত্রে জানা গেছে রিয়া থ্যালাসেমিয়া আক্রান্ত | গত ২৬ সে ফেব্রুয়ারি সে কৃষ্ণনগর সদর হাসপাতাল থেকে শরীরে রক্ত নিয়েছে | তার আগে কলকাতার শিশুমঙ্গল থেকেও রক্ত নিয়েছে | সোমবার পর্যন্তও সে ভালো অবস্থায় নেই | সমানে অক্সিজেন নিতে হচ্ছে | তার মধ্যেই প্রবল মানসিক জোরে পরীক্ষায় বসার আবেদন করলে তাকে সে সুযোগ করে দেওয়া হয় | তার মাধ্যমিক টেস্টের নাম্বার উঠেছে ৭০০ র মধ্যে ৫৬৫ |

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here