মাঘী পূর্ণিমার মেলা ঘিরে উদ্দীপনা সাগরদ্বীপে

0
121

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

দক্ষিণ ২৪ পরগনার সর্ববৃহৎ মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার পরেই মনে পড়ে মাঘী পূর্ণিমার মেলা। মাঘী পূর্ণিমার মেলাকে ঘিরে চলে বিরাট মহাযজ্ঞ।

নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের এই মেলাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন সাগর ব্লক প্রশাসন চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।

নিজস্ব চিত্র

পঞ্জিকা মতে শনিবার দুপুর একটার সময় মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে শুরু হয়েছে রবিবার দুপুর দেড়টা পর্যন্ত থাকবে এই মাঘী পূর্ণিমার মেলা।

নিজস্ব চিত্র

শনিবার বিকেলে সাগর বিচে ২৬ জন পুরোহিত হোম যজ্ঞ করে মাঘী পূর্ণিমা আরতি করেন। এই আরতি শেষ হবে তখনই, যখন গঙ্গার জল এই আরতি স্থানে চলে আসবে।

নিজস্ব চিত্র

শনিবার থেকে মাঘী পূর্ণিমার পূণ্য লগ্নে পূণ্যার্থীদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ সাগরদ্বীপ।

নিজস্ব চিত্র

কোথাও তিল ধারণের জায়গা নেই পর্যন্ত। তিন থেকে চার লাখ পুণ্যার্থী গঙ্গাসাগরে ত্রসেছেন মাঘী পূর্ণিমায় স্নান করতে।

নিজস্ব চিত্র

গঙ্গাসাগর মেলা থেকেও মাঘী পূর্ণিমার মেলা মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এর একটা ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে।

নিজস্ব চিত্র

সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার নয় বারবার। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পূর্ণিমার মেলাকে কেন্দ্র করে আরো দুদিন ব্যাপী মেলা চলবে আমরা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে।

নিজস্ব চিত্র

তবে এখনো লক্ষাধিক পুণ্যার্থী রয়েছে কচুবেড়িয়া ঘাটে। রবিবার ভোর থেকেই ১১৭ নম্বর জাতীয় সড়কে পুণ্যার্থীদের লম্বা লাইন।

নিজস্ব চিত্র

চাকরি মহাকুমা প্রশাসন দাবি করেছে, পারাপারে আমরা সব রকম ভাবে তৈরি রয়েছে কোনরকম অসুবিধার সম্মুখীন হতে হবে না পুণ্যার্থীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here