হাতির হামলা রুখতে ‘মহাকাল’ পুজো

0
92

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া একালাকায় দীর্ঘ একমাস ধরে হাতির হামলা চলছে। হাতির হামলায় অতিষ্ট হয়ে উঠেছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। সারাদিন আকান্ত পরিশ্রমের পর রাতে হাতির হামলার জন্য ঘুমোতে পারছেন না ওই এলাকার গরীব খেটে খাওয়া মানুষেরা।

Mahakal Pujo | newsfront.co
পুজো। নিজস্ব চিত্র

আর এবার সেই হাতির হামলা রুখতে ‘মহাকাল’ পুজো করলেন জঙ্গল লাগোয়া এলাকার মানুষেরা। মহাকাল পুজো কমিটি গতকাল অর্থাৎ রবিবার জলদাপাড়া জঙ্গল লাগোয়া কলাবাড়ি এলাকায় এই পুজো করা হয়।

আরও পড়ুনঃ করোনা আবহে সমবেত আবৃত্তি পাঠ এবার ফেসবুকে

মহাকাল পুজো কমিটির সম্পাদক সুমন বর্মন। তিনি বলেন, ” হাতি আমাদের কাছে মহাকাল ভগবান। কিন্তু মহাকালের আক্রমনে গত একমাস থেকে আমরা অতিষ্ট হয়ে উঠেছি। বাড়ি, ঘর ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় ভগবান মহাকালের দ্বারস্থ্য হওয়া ছাড়া আর অন্য কোন উপায় নেই আমাদের।সেই কারনে মহাকালের পুজো করা হয়েছে। সকলে উপোস থেকে ভোগ নিবেদন করেছি। আশা করি এবার হাতির হামলার ঘটনা কমবে।”

যদিও বিষয়টি নিয়ে বনদফতর অবশ্য কোন মন্তব্য করতে চায়নি। উল্লেখ্য, হাতিকে জঙ্গল লাগোয়া এলাকার মানুষেরা মহাকাল দেবতা বলে মানেন। সেই কারনে মহাকালের পুজোর আয়োজন করেছেন স্থানীয়রা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here