মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
মূত্রথলিতে ক্যান্সার। শোনা যায়, শুরুর দিকেই এই রোগে আক্রান্তের কথা জানতে পারেন অভিনেতা-পরিচালক মহেশ মাঞ্জরেকর। কিছুদিন আগেই তাঁর ইউরিনারি ব্লাডারে ক্যান্সার ধরা পড়ে। তারপরই চিকিৎসকের পরামর্শ মতো অস্ত্রোপচারও হয় বলিউডের এই তারকার।

সূত্রের খবর, ভাল আছেন মহেশ মাঞ্জরেকর বাড়িও ফিরেছেন। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে মহেশ মাঞ্জরেকর জানিয়েছেন, অস্ত্রপচারের পর এখন অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। এও আশা করছেন যে, খুব তাড়াতাড়ি তিনি স্বাভাবিক জীবনে ফিরবেন।
বর্তমানে অভিনেতার বয়স ৬৩ বছর। অভিনেতা হিসেবে বলিউডের প্রথম সারিতে রয়েছেন মহেশ মাঞ্জরেকরের নাম। ২০২১ সালে প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে অভিনয় করেছিলেন। শুধু অভিনেতা হিসাবেই নয়, পরিচালক হিসেবেও বলিউডে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’। এই ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন মহেশ। এরপর ২০০০-এ মুক্তি পায় ‘অস্তিত্ব’। এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ছবিটি জাতীয় পুরস্কারও পেয়েছিল।
আরও পড়ুনঃ অসুস্থ অভিষেক, হাসপাতালে দেখতে গেলেন অমিতাভ, শ্বেতা
শুধু তাই নয়, অমিতাভ বচ্চনকে নিয়ে তৈরি করেছিলেন ‘বিরুদ্ধ… ফ্যামিলি কামস ফার্স্ট’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে ‘১৯৬২: ওয়ার ইন দ্য হিলস’ সিরিজ। যার পরিচালনা করেছিলেন মহেশ মাঞ্জরেকর। অভিনেতা-পরিচালনার পাশাপাশি একাধিক হিন্দি ও মারঠি ছবি প্রযোজনাও করেছেন মহেশ মাঞ্জরেকর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584