সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
লকডাউন জারি থাকা অবস্থাতেও গত শনিবার থেকে খোলার কথা দেশের বিভিন্ন দোকান। এমনি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে সংক্রামিত এলাকায় দোকান খোলা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছিল কেন্দ্র।
অপরদিকে দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপে ইতিমধ্যেই রেড অ্যালার্ড জোন হিসাবে ঘোষণা করেছে সুন্দরবন পুলিশ ডিস্টিক্ট। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশিকায় বলা আছে- শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতায় খোলা হবে রাজ্যের সব কটি দোকান। কিন্তু সরকারি নির্দেশিকা মেনেই খুলতে হবে, গ্রামে গঞ্জের দোকানগুলি। সে কারণের জেরেই জোর প্রস্তুতি নিতে শুরু করেছে সুন্দরবন লাগোয়া পুরানো একটি হাট ।
তবে আপাতত ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের মাথুর গ্রাম পঞ্চায়েতের গোয়ানারা গোবিন্দপুর হাইস্কুলে বসেছে, কুলটুকারিকা হাটটি। যদিও ঐতিহাসিক গ্রামের এই হাটটি, এতদিন করোনার জেরে বন্ধ হয়েই পরেছিল। তবে কেন্দ্রের এহেন ঘোষণার পর থেকে, রবিবার সকালেই এক অন্যচিত্র দেখা গেল মাথুর গ্রাম পঞ্চায়েতের গোয়ানারা কুলটুকারিকা হাটটিকে।
এদিন গ্রামের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক যুবক সহ জেলা পরিশোধের সদস্যা ডলি কয়াল ও ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অরুময় গায়েনের নেতৃত্বেই বসে এই হাটটি। এমনকি প্রশাসনিক নির্দেশিকা মেনে একে অন্যের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখেই চলে এদিনের হাট। এর পাশাপাশি করোনা ভাইরাস প্রতিহত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে গ্রামের পনেরো জন যুবকদের সাথে সচেতনতার কাজে হাত লাগান, জেলা পরিশোধের সদস্যা ডলি কয়াল ও ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন।
আরও পড়ুনঃ কাঁথিতে আট থেকে আশি মুখোমুখি হচ্ছে থার্মাল স্ক্রিনিং-র
তবে জানা গেছে, ভোর চারটে থেকে এই হাটে মাইকিং এর মাধ্যমে প্রচার চালাতে থাকে স্বেচ্ছাসেবকরা। যদিও কোন একদিন এই লকডাউনের মধ্যেও প্রশাসনের নিয়মকে তোয়াক্কা না করেই, মানুষ বাজারে বিকিকিনি করতে বেরিয়েছিল। তবে সেই সময় রামনগর থানার পুলিশকে, সাধারণ মানুষদের নিয়মের আওতায় আনার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছিল প্রশাসনকে। আর সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য ভির দেখলেই তা সরিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
যদিও রমজান মাসে বিকিকিনি করতে ক্রেতাদের কোন সমস্যা না হয়, তারই জন্য এমন উদ্যোগ বলে দাবি স্বেচ্ছাসেবকদের । তবে এর পাশাপাশি রাজ্যে করোনা আবহের মধ্যেও যে হাট খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে যথেষ্ট খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ক্রেতা ও বিক্রেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584