প্রথম ভারতীয় হিসাবে রাষ্ট্রপুঞ্জের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কার পাচ্ছেন মেজর সুমন গাওয়ানি

0
144

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

যৌন হিংসা বিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দা ইয়ার অ্যাওয়ার্ড ২০১৯’ পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর মহিলা মেজর সুমন গাওয়ানি।

রাষ্ট্রপুঞ্জের হয়ে সুদানে কর্মরত মেজর সুমন গাওয়ানি অফিসার্স ট্রেনিং একাডেমী থেকে স্নাতক পাস করার পর ২০১১ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। সুদানে গৃহযুদ্ধের সময় মহিলাদের ওপর অত্যাচার আটকানোর ব্যাপারে  দীর্ঘদিন ধরে তিনি কাজ করে চলেছেন। রাষ্ট্রপুঞ্জের ২৩০ জন সেনা পর্যবেক্ষককে মহিলাদের ওপর নির্যাতন রোখার বিষয়ে প্রশিক্ষণও দিয়েছেন তিনি।

আরও পড়ুন:করোনা রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া বন্ধ রাখতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংবাদ সংস্থা এএনআইকে মেজর গাওয়ানি জানান,”
এই পুরস্কার গ্রহণের জন্য আমার নিউইয়র্ক যাওয়ার পূর্বনির্ধারিত সূচি থাকলেও করোনা অতিমারির ফলে তা বাতিল করা হয়েছে। আগামী ২৯শে মে আমাকে অনলাইনে পুরস্কৃত করা হবে। ভারতীয় হিসাবে আমিই প্রথম এই পুরস্কার পাচ্ছি।”শুক্রবার তাঁকে পুরস্কৃত করবেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here