ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
যৌন হিংসা বিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দা ইয়ার অ্যাওয়ার্ড ২০১৯’ পাচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর মহিলা মেজর সুমন গাওয়ানি।
#Indian🇮🇳 peacekeeper — Suman Gawani — to be honoured with the @UN Military Gender Advocate of the Year Award during an online ceremony presided over by 🇺🇳 Secretary-General @antonioguterres on 29 May – International Day of UN Peacekeepers: https://t.co/hjdQQxChdW pic.twitter.com/528yC0aHH6
— United Nations in India (@UNinIndia) May 26, 2020
রাষ্ট্রপুঞ্জের হয়ে সুদানে কর্মরত মেজর সুমন গাওয়ানি অফিসার্স ট্রেনিং একাডেমী থেকে স্নাতক পাস করার পর ২০১১ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। সুদানে গৃহযুদ্ধের সময় মহিলাদের ওপর অত্যাচার আটকানোর ব্যাপারে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে চলেছেন। রাষ্ট্রপুঞ্জের ২৩০ জন সেনা পর্যবেক্ষককে মহিলাদের ওপর নির্যাতন রোখার বিষয়ে প্রশিক্ষণও দিয়েছেন তিনি।
আরও পড়ুন:করোনা রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া বন্ধ রাখতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সংবাদ সংস্থা এএনআইকে মেজর গাওয়ানি জানান,”
এই পুরস্কার গ্রহণের জন্য আমার নিউইয়র্ক যাওয়ার পূর্বনির্ধারিত সূচি থাকলেও করোনা অতিমারির ফলে তা বাতিল করা হয়েছে। আগামী ২৯শে মে আমাকে অনলাইনে পুরস্কৃত করা হবে। ভারতীয় হিসাবে আমিই প্রথম এই পুরস্কার পাচ্ছি।”শুক্রবার তাঁকে পুরস্কৃত করবেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584