নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
আগামীকাল থেকে স্বাভাবিক করা হবে আন্তঃরাজ্য সরকারি বাস পরিষেবা। বুধবার থেকে কলকাতা, শিলিগুড়ির উদ্দেশ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর বাস রওনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিলিগুড়ি, কলকাতার পাশাপাশি বালুরঘাট, মালদহ ও চাঁচোলগামী বাসও ছাড়বে বলে জানা গিয়েছে।
বাসগুলিকে স্যানিটাইজেশন করার কাজও শেষ হয়েছে। সর্বোচ্চ ২৫ জন যাত্রী নিয়ে সরকারি বাস পরিষেবা ফের চালু হতে চলেছে রাজ্যের মধ্যে৷
আরও পড়ুনঃ লকডাউনে বিশেষভাবে সক্ষমদের পাশে পুলিশ প্রশাসন
রায়গঞ্জ ডিপোর তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক দে জানিয়েছেন, বাস পরিষেবা চালু করার একটি মৌখিক নির্দেশ এসেছে। বুধবার থেকে শিলিগুড়ি, কলকাতা সহ বালুরঘাট, মালদহ রুটে বাস চলাচল শুরু হবে। প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্রিনিং করা হবে।
এছাড়াও মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে৷ ২৫ জন যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু হচ্ছে। বাস পরিষেবা চালু করা নিয়ে মাইকিং করে সাধারণ বাসিন্দাদের বিষয়টি জানানো হয় রায়গঞ্জ ডিপোর পক্ষ থেকে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584